Tumi Hina Dupure Lyircs | তুমি হীনা দুপুরে

Tumi Hina Dupure Lyircs
তুমি হীনা দুপুরে

Tumi Hina Dupure

তুমি হীনা দুপুরে নগরীর গতিময়তা
অশান্ত এ দুচোখে যা দেখি অচেনা..
সময় এসে চলে যায় ঘড়ির কাটাঁয় ব্যস্ততায়
তুমি আসবে বলে তাই পথ চেয়ে থাকি অস্থিরতায়।
বলো তুমি এমন কেন একবার বলে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও।
অলস দুপুরে অস্থির লাগে আমার এ মন
আবেগী এই মনে আজ মৌনতার আয়োজন..
আলো ছায়ার মায়াতে মোহনীয় এই শূণ্যতা
তুমি আসবে বলে তাই হবে স্বপ্নীল সব পূর্ণতা।
বলো তুমি এমন কেন একবার বলে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও।
বিকেলের এ প্রহর কাটে না অপেক্ষায়
এ সময় থেমে থেমে তোমারই নিঃসঙ্গতা..
তারাগুলো রাত ছেড়ে তোমাকেই পথ দেখাবে
আমার এই প্রার্থনা কিভাবে তুমি ফেরাবে।
তুমি যদি নাই আসো অপেক্ষা শেষ হবে না..
তুমি যদি নাই আসো কখনো ভোর হবে না।
বলো তুমি এমন কেন একবার বলে যাও
যদি এসে চলে যাও আমি আছি যাবো না কোথাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *