Tumi Ebar with lyrics | তুমি এবার লিরিক্স | Somlata Acharyya Chowdhury

তুমি এবার
Tumi Ebar with lyrics | Somlata Acharyya Chowdhury
কথা – সৃজিত মুখার্জি
সুর – নীল দত্ত
শিল্পী – সোমলতা

সকালের আলো মেখে চার চাকা পায়ে কবে দূর যাবে আবার

বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায় খুঁজে সুর পাবে আবার

সেই হারানো চড়ুই এর ডাক বলে যে গেছে সে চলে যাক

নিজেকে ভালোবাসো তুমি এবার

সকালের আলো মেখে চার চাকা পায়ে কবে দূর যাবে আবার

বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায় খুঁজে সুর পাবে আবার

সেই শিশি বোতল ওয়ালার ডাক বলে যে গেছে সে চলে যাক

নিজেকে ভালোবাসো তুমি এবার

কবরের খবর তো নয় জ্যান্ত জীবনে ট্রাফিকের শেষ গোলাপ শোনায়

হেঁটে গেছ বহুবার কিন্তু দেখনি কিভাবে রোজ সন্ধ্যে ঘনায়

সেই হাতছেড়ে সাইকেলের ডাক বলে যে গেছে সে চলে যাক

নিজেকে ভালোবাসো তুমি এবার

সারাদিন ছুটে মরা মিনিবাসটায় কাঁধে মুখ রেখো আবার

বেঁচে থাকা দিয়ে মাখা দই ফুচকায় চেখে সুখ দেখো আবার

সেই হারানো চড়ুই এর ডাক বলে যে গেছে সে চলে যাক

নিজেকে ভালোবাসো তুমি এবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *