Tumi Chor Lyrics | তুমি চোর Lyrics

a logo for keylyrics.com

Tumi Chor Lyrics

তুমি চোর Lyrics

Studio Shurung Presents Tumi Chor
Singer: Fazlul Tuhin
Lyrics : Shopon Mahmud, Shaheed Ahmed Mithu & Fazlul tuhin
Tune & Adi Song : Mondira
Voice : Fazlul Tuhin
Vocal Accompaniment: Sikder Bashudeb
Chorus : Sharmin Khan, Protiva, Falguni, Piyata Om, Rudra, Zaim
Music: Studio Shurung, Rudra, Sikder Bashudeb

 

তুমি চোর Lyrics

আমার বাগানের ফুলের হাসি নিয়া
বন্ধু তুমি হাসো,
আমার বাগানের ফুলের হাসি নিয়া
বন্ধু তুমি হাসো,
আমার আকাশের সূর্যের আলোতে,
আমার হৃদয়ের সূর্যের আলোতে,
তোমার যে হয় ভোর..
তুমি চোর, তুমি চোর,
তুমি চোর, তুমি চোর।

কথা ছিল আমার আকাশে
তুমি হবে তারা,
তোমার আমার জীবনে বন্ধু
বইবে একি ধারা।
কথা ছিল আমার আকাশে
তুমি হবে তারা,
তোমার আমার জীবনে বন্ধু
বইবে একি ধারা।

তোমার আমার মিলন মেলায়
গড়বো সমুদ্দুর..
আমার বাগানের ফুলের হাসি নিয়া
বন্ধু তুমি হাসো,
আমার বাগানের ফুলের হাসি নিয়া
বন্ধু তুমি হাসো।

কার আকাশে উইড়া বেড়াও
কার কান্দনে কান্দো?
কার হাসিতে হাসো তুমি
কারে বুকে বান্ধো?
কার-আকাশে উইড়া বেড়াও
কার কান্দনে কান্দো?
কার হাসিতে হাসো তুমি
কারে বুকে বান্ধো?

কার নাটাইয়ের টানে তুমি
হইয়াছো বিভোর ..
আমার বাগানের ফুলের হাসি নিয়া
বন্ধু তুমি হাসো,
আমার বাগানের ফুলের হাসি নিয়া
বন্ধু তুমি হাসো,
আমার আকাশের সূর্যের আলোতে,
আমার হৃদয়ের সূর্যের আলোতে,
তোমার যে হয় ভোর।
তুমি চোর, তুমি চোর,
তুমি চোর, তুমি চোর।

 

Tumi Chor Lyrics

Amar baganer fuler hashi niya

Bondhu tumi hasho,

Amar baganer fuler hashi niya

Bondhu tumi hasho,

Amar akasher surjer alote,

Amar hridoyer surjer alote,

Tomar je hoy bhor..

Tumi chor, tumi chor,

Tumi chor, tumi chor.

Kotha chilo amar akashe

Tumi hobe tara,

Tomar amar jibone bondhu

Boibe eki dhara.

Kotha chilo amar akashe

Tumi hobe tara,

Tomar amar jibone bondhu

Boibe eki dhara.

Tomar amar milon melay

Gorbo shomuddur..

Amar baganer fuler hashi niya

Bondhu tumi hasho,

Amar baganer fuler hashi niya

Bondhu tumi hasho.

Kar akashe uira berao

Kar kandone kando?

Kar hashite hasho tumi

Kare buke bandho?

Kar-akashe uira berao

Kar kandone kando?

Kar hashite hasho tumi

Kare buke bandho?

Kar nataiyer tane tumi

Hoiyacho bibhor ..

Amar baganer fuler hashi niya

Bondhu tumi hasho,

Amar baganer fuler hashi niya

Bondhu tumi hasho,

Amar akasher surjer alote,

Amar hridoyer surjer alote,

Tomar je hoy bhor.

Tumi chor, tumi chor,

Tumi chor, tumi chor.

গানের মৌলিক তথ্য (Song’s Basic Information)

  • গানের নাম (Song Title): তুমি চোর (Tumi Chor)

  • কণ্ঠশিল্পী (Singer): ফজলুল তুহিন (Fazlul Tuhin)

  • কথা (Lyrics): স্বপন মাহমুদ, শহীদ আহমেদ মিঠু ও ফজলুল তুহিন

  • সুর ও আদি গান (Tune & Adi Song): মন্দিরা (Mondira)

  • সঙ্গীত আয়োজন (Music): রুদ্র, শিকদার বাসুদেব (Rudra, Sikder Bashudeb) – স্টুডিও সুরুং

  • প্রযোজনা (Label/Production): স্টুডিও সুরুং (Studio Shurung)

  • সহশিল্পী (Chorus): শারমিন খান, প্রতিভা, ফাল্গুনী, পিয়াতা ওম, রুদ্র, জাইম।

 

তুমি চোর লিরিক্স (Tumi Chor Lyrics) – ফজলুল তুহিন | স্টুডিও সুরুং

“তুমি চোর” (Tumi Chor) গানটি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি ফোক-ফিউশনধর্মী গান। স্টুডিও সুরুং-এর ব্যানারে প্রকাশিত এই গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতিভাবান শিল্পী ফজলুল তুহিন। গানটির কথা লিখেছেন স্বপন মাহমুদ, শহীদ আহমেদ মিঠু এবং শিল্পী নিজে। মন্দিরা বা আদি গানের সুরের আধারে গানটি নতুন করে সঙ্গীতায়োজন করেছেন রুদ্র ও শিকদার বাসুদেব।

গানের কথাগুলোতে ফুটে উঠেছে তীব্র অভিমান এবং বিশ্বাসের ভঙ্গের বেদনা। প্রিয়জন বা বন্ধু যখন নিজের সবটুকু সুখ কেড়ে নিয়ে অন্যের হয়, তখন যে হাহাকার তৈরি হয়, তা এই গানে চমৎকারভাবে প্রকাশ পেয়েছে। “আমার বাগানের ফুলের হাসি নিয়া বন্ধু তুমি হাসো, তুমি চোর”—এই লাইনগুলো শ্রোতাদের হৃদয়ে গভীরভাবে দাগ কাটে। গানটিতে গ্রাম্য সুরের সাথে আধুনিক বাদ্যযন্ত্রের সংমিশ্রণ একে অনন্য মাত্রা দিয়েছে। যারা আধুনিক ফোক গান বা বিরহের গান পছন্দ করেন, তাদের প্লেলিস্টে এই গানটি অবশ্যই থাকবে।

 

গানটি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর (FAQ about the Song)

প্রশ্ন: “তুমি চোর” গানটির মূল শিল্পী কে? উত্তর: এই জনপ্রিয় গানটির মূল কণ্ঠশিল্পী হলেন ফজলুল তুহিন (Fazlul Tuhin)।

প্রশ্ন: এই গানের গীতিকার কারা? উত্তর: গানটির কথা যৌথভাবে লিখেছেন স্বপন মাহমুদ, শহীদ আহমেদ মিঠু এবং ফজলুল তুহিন।

প্রশ্ন: “আমার বাগানের ফুলের হাসি নিয়া বন্ধু তুমি হাসো” – এটি কোন গানের লাইন? উত্তর: এটি ‘স্টুডিও সুরুং’ প্রযোজিত জনপ্রিয় গান “তুমি চোর”-এর প্রথম লাইন।

প্রশ্ন: Tumi Chor Lyrics বাংলা ও ইংরেজিতে কোথায় পাবো? উত্তর: এই পেজেই গানটির সম্পূর্ণ লিরিক্স বাংলা এবং ইংরেজি উচ্চারণে (Roman Script) নির্ভুলভাবে দেওয়া হয়েছে।

প্রশ্ন: গানটি কোন লেবেল থেকে প্রকাশিত হয়েছে? উত্তর: গানটি Studio Shurung (স্টুডিও সুরুং) ইউটিউব চ্যানেল ও লেবেল থেকে প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *