Composition – Barenya Saha
Lyrics – Somraj Das & Barenya Saha
Music Programming – Barenya Saha
Additional Programming – Rupak Tiary
Guitars – Jakiruddin Khan
Mixing & Mastering – Rupak Tiary
তুমি বলেছিলে ছেড়ে যাবে না
তুমি বলেছিলে এ পথ হারাবে না,
তবে কেন শীতঘুমে, অনুভূতি মিশ্রনে
বিষন্ন চিরকুটে আমাদের রাত নামে।
কেন বলেছিলে বিরহেরা আসবে না
কেন বলেছিলে পিছুটানে রাখবে না,
শব্দের মিছিল অবিরাম এই ইচ্ছেরা
ছেড়ে গেছে আবদারও,
খামোখাই মন মরা,
তাকে শুধু ভালো রেখো
যার জন্য ছেড়ে গেলে আমাকে,
তুমি শুধু ভালো থেকো, ভালো রেখো।
মুঠো করে তালুর নিচে
রুমালেতে নাম লিখে স্টিচে,
কিছু অহেতুক ইচ্ছেরা আসে
রোদ পোহাতে তোমার আকাশে,
মোম গল্লেই আঁধার যে নামে
একা স্বপ্নেরা বাঁচে বুকের বাঁ পাশে,
তোমাকে পেয়েও হারিয়ে ফেলেছি
মিঠে রোদে এই অবেলাতে।
শব্দের মিছিল অবিরাম এই ইচ্ছেরা
ছেড়ে গেছে আবদারও,
খামোখাই মন মরা,
তাকে শুধু ভালো রেখো
যার জন্য ছেড়ে গেলে আমাকে,
তুমি শুধু ভালো থেকো, ভালো রেখো।