Tumi Besh Bodle Gecho Lyrics | তুমি বেশ বদলে গেছো

Tumi Besh Bodle Gecho Lyrics
তুমি বেশ বদলে গেছো

Tumi Besh Bodle Gecho Lyrics

তুমি বেশ বদলে গেছো
পুরনো সৈকতে আর পানশি ভেড়াও না।
জানি না কোন সাগরের ঝিনুক থেকে
একটিবারও পলক ফেরাও না
যে ঘাটে নোঙর ফেলে নিজের হাতে
দুচোখে স্বপ্ন নিয়ে দিন কাটাতে।
সে ঘাটের রংমহলায় খিল দিয়ে আজ
পোষ মানানো পাখির ডাকেও একটু তাকাও না।।
বিকেলের সোনা যেমন ঝিলের জলে
প্রণয়ের রং ছড়িয়ে ছন্দ তোলে।
তেমনি চাওয়ার ছিলো তোমার কাছে
সাগর তলের তেমন কোনো পান্না হীরেও না।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *