Tumi Arekbar Asiya Lyrics | তুমি আরেকবার আসিয়া Lyrcis

Tumi Arekbar Asiya Lyrics

তুমি আরেকবার আসিয়া Lyrcis

 

Tumi Arekbar Asiya Lyrics

তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কাঁনতে চাই
পোড়া বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই।।

না পারিলাম বাঁচতে আমি
না পারিলাম মরতে
না পারিলাম পীরিতের ঐ
সোনার পাখি ধরতে
আমি এ কূল থেকে ও কূল গেলাম
ঘাটে ঘাটে চোখ রাখিলাম
আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই।।

না বাঁধিলাম ডাঙাতে ঘর
না ডুবিলাম জলে
না পাইলাম কূল কারো মনে
না ভাসলাম অকূলে
তোমায় নাইবা পেলাম এই জনমে
সঙ্গী হবো তোমার সনে
সকল বান্ধন ছিঁড়া যখন ঐ পাড়েতে যাই
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কাঁনতে চাই।।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *