তুমি আর আমি আর আমাদের সন্তান Lyrics | Tumi Ar Ami Ar Amader Sontan Lyrics
গান : তুমি আর আমি আর আমাদের সন্তান
কথা : পুলক বন্দ্যোপাধ্যায়।
সুর : সুপর্ণকান্তি ঘোষ।
কন্ঠ শিল্পী : মান্না দে।
—————————————–
তুমি আর আমি আর আমাদের সন্তান Lyrics
তুমি আর আমি আর আমাদের সন্তান
এই আমাদের পৃথিবী
তুমি সুর আমি কথা মিলে মিশে হই গান
এই আমাদের পৃথিবী।
বৈশাখী ঝড় থেমে যায় আষাঢ়ের ঘন বরষায়
ফসলের সম্ভারে ধরা দেয় অঘ্রাণ।
আমার চোখের স্বপ্ন তুমি ছড়ালে আমার চোখ ভরে
আমার মনের বাসনা আমি দিলাম তোমার অন্তরে।
আজ এতো ভালোবাসে তাই সুন্দর করে সবই পাই
শাশ্বত সুখে ভরি দুজনার এক প্রাণ।।