Tumi amar shokal belar sur Lyrics | তুমি আমার সকাল বেলার সুর

তুমি আমার সকাল বেলার সুর
হৃদয় অলস উদাস করা অশ্রুভারাতুর।

ভোরের তারার মত তোমার সজল চাওয়ায়
ভালবাসার চেয়ে….

Tumi amar shokal belar sur Lyrics

Song details
Song -তুমি আমার সকাল বেলার সুর
Singers – Indrani Sen
Lyrics – Kazi Nazrul Islam

 

তুমি আমার সকাল বেলার সুর
হৃদয় অলস উদাস করা অশ্রুভারাতুর।

ভোরের তারার মত তোমার সজল চাওয়ায়
ভালবাসার চেয়ে সে যে কান্না পাওয়ার
রাত্রি শেষের চাঁদ তুমি গো বিদায় বিধুর ।।

তুমি আমার ভোরের ঝরাফুল
শিশির নাওয়া শুভ্র শুচি পূজারিণীর তুল ।

অরুণ তুমি তরুণ তুমি , করুণ তারও চেয়ে
হাসির দেশে তুমি যেন বিষাদ লোকের মেয়ে
তুমি ইন্দ্র সভায় মৌন বীণা , নীরব নূপুর ।।

Check Also

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ lyrics | O Mon Romzaner Oi Rozar Sheshe Elo Khushir Eid

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ lyrics O Mon Romzaner Oi Rozar Sheshe Elo …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *