Tumi Aashe Paashe Lyrics | তুমি আশেপাশে থাকলে Lyrics

Tumi Aashe Paashe Lyrics

তুমি আশেপাশে থাকলে Lyrics

Tumi Aashe Paashe Song Credits:

Music : Indraadip Dasgupta
Singer : Nakash Aziz, Monali Thakur & Children chorus
Lyrics- Prasen

 

Tumi Aashe Paashe Lyrics

 

চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
কদম তলায় কে?
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বে

চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
কদম তলায় কে?
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বে

তুমি আশেপাশে থাকলে, হায়
তুমি আশেপাশে থাকলে
কত খুশি খুশি থাকছি
আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়
তুমি অল্পস্বল্প চাইলে
আরও একটু বেশি থাকছি
আর খামখেয়ালে আঁকছি সারা গায়

এই দিন যদি না থামে
এ রাত যদি না শেষ হয়
তুমি নীলচে কোনো খামে
আমায় মোড়ালে বেশ হয়
পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায়, হায়

তুমি আশেপাশে থাকলে
কত খুশি খুশি থাকছি
আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়
তুমি অল্পস্বল্প চাইলে
আরও একটু বেশি থাকছি
আর খামখেয়ালে আঁকছি সারা গায়

চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
কদম তলায় কে?
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বে

চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
কদম তলায় কে?
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বে

মিলছে ইশারা, মিলছে নিশানা
দিশাহীন এই অবাক দু’টো মনের
মিলছে ইশারা, মিলছে নিশানা
দিশাহীন এই অবাক দু’টো মনের
থাকবে কথা দাও, রাখবে কথা দাও
এভাবেই যেন যাই চলে দু’জনে

এই দিন যদি না থামে
এই রাত যদি না শেষ হয়
তুমি নীলচে কোনো খামে
আমায় মোড়ালে বেশ হয়
পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায়, হায়

তুমি আশেপাশে থাকলে
কত খুশি খুশি থাকছি
আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়
তুমি অল্পস্বল্প চাইলে
আরও একটু বেশি থাকছি
আর খামখেয়ালী আঁকছি সারা গায়

চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
কদম তলায় কে?
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বে

ও বলছে দু’টো চোখ, হচ্ছে দেখা হোক
থেকো না আর চিন্তা চিন্তা মনে
আসবো বলেছি, ভালোবাসবো বলেছি
যেও না তুমি পালিয়ে গোপনে

এই দিন যদি না থামে
এই রাত যদি না শেষ হয়
তুমি নীলচে কোনো খামে
আমায় মোড়ালে বেশ হয়
পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায়, হায়

তুমি আশেপাশে থাকলে
কত খুশি খুশি থাকছি
আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়
তুমি অল্পস্বল্প চাইলে
আরও একটু বেশি থাকছি
আর খামখেয়ালে আঁকছি সারা গায়

চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
কদম তলায় কে?
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বে

চাঁদ উঠেছে, ফুল ফুটেছে
কদম তলায় কে?
হাতি নাচছে, ঘোড়া নাচছে
সোনামণির বে

তুমি আশেপাশে থাকলে Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *