Tui Kyane Eli Sarobore Lyrics | তুই কেনে এলি Lyrics | Silajit Majumdar

Tui Kyane Eli Sarobore Lyrics

তুই কেনে এলি Lyrics

Silajit Majumdar
Film : Bohurupi
Singers : Silajit Majumdar and Sukanya Chattopadhyay
Composition : Silajit Majumdar
Lyrics : Silajit Majumdar and Extracts from Manasa Mongol
Arrangement and Programming : Prabuddha Banerjee
Recorded by : Gautam Basu
Mixed and Mastered by : Tirthankar Majumdar
Direction : Nandita Roy and Shiboprosad Mukherjee
Cinematography : Indranath Marick
Produced by : Windows



Tui Kyane Eli Sarobore Lyrics In Bengali :

ও তুই কেনে এলি
ও তুই কেনে এলি সরোবরে,
ও-তুই কেনে এলি, কেনে এলি,
কেনে এলি রে?
তুই কেনে এলি সরোবরে বেহুলা সুন্দরী
তুই কেনে এলি সরোবরে বেহুলা সুন্দরী।

তোর পায়ের জল মোর গায়ে পড়িল
তোর পায়ের জল মোর গায়ে পড়িল
আমি বিষহরি,
তুই কেনে এলি সরোবরে বেহুলা সুন্দরী
তুই কেনে এলি সরোবরে বেহুলা সুন্দরী।

জগৎ জুড়ে জাল ফেলেছি
জালে ধরি মায়া,
জগৎ জুড়ে জাল ফেলেছি
জালে ধরি মায়া,
জীবন খোঁজে আর এক জীবন
আঁধার খোঁজে ছায়া,
ফল ধরে পোয়াতি গাছে
মেঘে ধরে জল,
জন্মিলে মরিতে হবে, সবারে
তবু কোলাহল খ্যাপা,
তবু কোলাহল, তবু কোলাহল।
পরের জমি ভাবলি নিজের
হাওয়ায় বেঁধে ঘর,
ধরতে যদি পারিস তবে
অধরা কে ধর রে খ্যাপা,
অধরা কে ধর।

ও.. অধরা-কে-ধর
তুই কেনে এলি সরোবরে বেহুলা সুন্দরী,
তোর বাসর ঘরে, হে হে
তোর বাসর ঘরে মরবে পতি
হবি কোড়ের হাঁড়ি,
তোর বাসর ঘরে মরবে পতি
হবি কোড়ের হাঁড়ি,
তুই কেনে এলি?
তুই কেনে এলি সরোবরে বেহুলা সুন্দরী।

চামের খাঁচায় ধরে মাংস রক্ত হাড়
পাপ ছাড়ে না বাপ কে,
বিধাতার মার খ্যাপা, বিধাতার মার।
যতই বানাক বিশ্বকর্মা
ইস্পাতেরই বাসর,
এক ছামড়াতে এক ছোবলে
মরবে লক্ষিন্দর ব্যাটা,
মরবে লক্ষিন্দর, মরবে লক্ষিন্দর।

পরের জমি ভাবলি নিজের
হাওয়ায় বেঁধে ঘর,
ধরতে যদি পারিস
অধরা কে ধর রে ধর,
অধরা কে ধর।
তুই কেনে এলি সরোবরে বেহুলা সুন্দরী
তুই কেনে এলি সরবরে বেহুলা সুন্দরী।

Check Also

a logo for keylyrics.com

হাজার বছর পরে আবার এসেছি Lyrics | Hazar Bochor Pore Abar Eshechi Fire Lyrics

হাজার বছর পরে আবার এসেছি Lyrics Hazar Bochor Pore Abar Eshechi Fire Lyrics হাজার বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *