তুই কালি মেখে জ্যোতি ঢেকে Lyrics | Tui kaali Mekhe Jyoti Dheke Lyrics

তুই কালি মেখে জ্যোতি ঢেকে Lyrics

Tui kaali Mekhe Jyoti Dheke Lyrics

কাজী নজরুল ইসলামের রচনা

Song Name – Tui Kaali Mekhe Jyoti Dheke
Singer – Rajarshi Bhattacharyya
Composer / Lyricsts – Kazi Nazrul Islam

 

তুই কালি মেখে জ্যোতি ঢেকে Lyrics

তুই কালি মেখে জ্যোতি ঢেকে পারবি না মা ফাঁকি দিতে।
ঐ অসীম আঁধার হয় যে উজল মা, তোর ঈষৎ চাহনিতে।।

মায়ের কালি মাখা কোলে
শিশু কি মা, যেতে ভোলে?
আমি দেখেছি যে, বিপুল স্নেহের সাগর দোলে তোর আঁখিতে।।

কেন আমায় দেখাস মা ভয় খড়গ নিয়ে, মুন্ডু নিয়ে?
আমি কি তোর সেই সন্তান ভুলাবি মা ভয় দেখিয়ে।
তোর সংসার কাজে শ্যামা,
বাধা আমি হব না মা,
মায়ার বাঁধন খুলে দে মা ব্রহ্মময়ী রূপ দেখিতে।।

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *