ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান Lyircs
Tribeni Tirtha Pathe Ke Gahilo Gaan Lyircs
ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান
Tribeni Tirtha Pathe Ke Gahilo Gaan
তাল: ত্রিতাল
ছায়াছবি: শাপমোচন (১৯৫৫)
কথা: বিমল ঘোষ
সুরকার: হেমন্ত মুখার্জী
শিল্পী: চিন্ময় লাহিড়ী ও প্রতিমা ব্যানার্জী
ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান
[ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান]-২
জাগায়ে তুলিল মোর আকুল পরান
ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান
[শ্যাম তরু ছায়াতলে]-২
ছিল বসে আঁখি জলে
আমার নীরব গানের কে রচিল তান।
ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান
ত্রিবেণী তীর্থ পথে।
কিবা তব নামখানি আমারে শুধাও
না বলা কথাটি মোর যাও শুনে যাও।
ওগো মোর মরমীয়া
আ আ আ আ আ আ
ওগো মোর মরমীয়া
কথার মালিকা দিয়া
নিঙ্গাড়ি ব্যাকুল হিয়া করিলে যা দান।
ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান
আ আ আ আ আ আ আ আ আ আ
ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান।