তোর পূজা তুই শিখিয়ে দে মা Lyrics | Tor Puja Tui Shikhiye De Maa Lyrics

তোর পূজা তুই শিখিয়ে দে মা Lyrics
Tor Puja Tui Shikhiye De Maa Lyrics
তোর পূজা তুই শিখিয়ে দে মা
Tor Puja Tui Shikhiye De Maa
শ্যামা সঙ্গীত
কথা: শ্যামাপদ বসু রায়
সুর: রনজিত বসু রায়
শিল্পী: অনুপ জালোটা

তোর পূজা তুই শিখিয়ে দে মা Lyrics

মা মা মা মাগো
[তোর পূজা তুই শিখিয়ে দে মা
শিখিয়ে দে তোর আরাধনা]-২
তুই আমারে যা শিখাবি
সফল হবে সেই সাধনা
তোর পূজা তুই শিখিয়ে দে মা
শিখিয়ে দে তোর আরাধনা
তোর পূজা তুই শিখিয়ে দে মা।
[বনের জবা আপনি ফোঁটে
তোর চরণে পড়ে লুটে]-২
[তেমনি করে অঞ্জলি দেই
আমার প্রাণের সব কামনা]-২
তোর পূজা তুই শিখিয়ে দে মা
শিখিয়ে দে তোর আরাধনা
তোর পূজা তুই শিখিয়ে দে মা।
[ডাকার মতো ডাকলে পরে
পাষাণেরও অশ্রু ঝরে]-২
[আমার চেয়ে বেশি বাজে
মায়ের বুকে সেই বেদনা]-২
[তোর পূজা তুই শিখিয়ে দে মা
শিখিয়ে দে তোর আরাধনা]-২
[তুই আমারে যা শিখাবি
সফল হবে সেই সাধনা]-২
তোর পূজা তুই শিখিয়ে দে মা
শিখিয়ে দে তোর আরাধনা
তোর পূজা তুই শিখিয়ে দে মা,মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *