তোর পূজা তুই শিখিয়ে দে মা Lyrics
Tor Puja Tui Shikhiye De Maa Lyrics
তোর পূজা তুই শিখিয়ে দে মা
Tor Puja Tui Shikhiye De Maa
শ্যামা সঙ্গীত
কথা: শ্যামাপদ বসু রায়
সুর: রনজিত বসু রায়
শিল্পী: অনুপ জালোটা
তোর পূজা তুই শিখিয়ে দে মা Lyrics
মা মা মা মাগো
[তোর পূজা তুই শিখিয়ে দে মা
শিখিয়ে দে তোর আরাধনা]-২
তুই আমারে যা শিখাবি
সফল হবে সেই সাধনা
তোর পূজা তুই শিখিয়ে দে মা
শিখিয়ে দে তোর আরাধনা
তোর পূজা তুই শিখিয়ে দে মা।
[বনের জবা আপনি ফোঁটে
তোর চরণে পড়ে লুটে]-২
[তেমনি করে অঞ্জলি দেই
আমার প্রাণের সব কামনা]-২
তোর পূজা তুই শিখিয়ে দে মা
শিখিয়ে দে তোর আরাধনা
তোর পূজা তুই শিখিয়ে দে মা।
[ডাকার মতো ডাকলে পরে
পাষাণেরও অশ্রু ঝরে]-২
[আমার চেয়ে বেশি বাজে
মায়ের বুকে সেই বেদনা]-২
[তোর পূজা তুই শিখিয়ে দে মা
শিখিয়ে দে তোর আরাধনা]-২
[তুই আমারে যা শিখাবি
সফল হবে সেই সাধনা]-২
তোর পূজা তুই শিখিয়ে দে মা
শিখিয়ে দে তোর আরাধনা
তোর পূজা তুই শিখিয়ে দে মা,মা।
