তোর কালো রূপের এত আলো
Tor Kalo Ruper Eto Alo
অ্যালবাম: আমার কালো মেয়ে
কথা: প্রণব রায়
সুর: দেবজিৎ রায়
শিল্পী: সাধনা সরগম
তোর কালো রূপের এত আলো
[তোর কালো রূপের এত আলো
তবু কালী নাম ঘুচলো না]-২
[(আমার) মনের কালি মাখালি নিজে]-২
কালো রং তাই মুছলো না।
তোর কালো রূপের এত আলো
তবু কালী নাম ঘুচলো না।
[ফুল ফোটে মা বনে কত
নয়কো সে তোর মনের মতো]-২
[(শুধু) রাঙা জবায় সাধ কেন তোর]-২
সে কথা কেউ মাগো বুঝলো না।
তোর কালো রূপের এত আলো
তবু কালী নাম ঘুচল না।
তোর ভয় দেখানো রূপের পানে
ভালো করে কেউ দেখলো না।
বাইরে যে তুই ভয়ংকরী
ভিতরে যে তুই আমারি মা।
[লোভী মন যে লোভের আশায়
তোর কাছে মা কত কী চায়!]-২
[(শুধু) সোনাদানায় বিষয় খোঁজে]-২
ভক্তিটুকু কেউ বুঝলো না।
[তোর কালো রূপের এত আলো
তবু কালী নাম ঘুচলো না]-২