তোমরা যাদের মানুষ বলো না Lyrics
Tomra Jader Manush Bolona Lyrics
তোমরা যাদের মানুষ বলো না
Tomra Jader Manush Bolona
ছায়াছবি: মায়ার সংসার (১৯৬৯)
গীতিকার: কে জি মোস্তফা
সুরকার: আনোয়ার উদ্দিন খান
শিল্পী: আব্দুল জব্বার
তোমরা যাদের মানুষ বলো না Lyrics
শহরবাসী শোন
[তোমরা যাদের মানুষ বলো না
বিধিও যাদের কান্না শোনে না
তারাও মানুষ কাঁদে তাদের প্রাণ
আমি চোখের জলে শোনাই তাদের গান]-২
[তাদের বুকের রিক্ত হাহাকার]-২
কেউ বোঝে না ও গো কেউ শোনে না
সর্বহারার মর্ম বেদনা
দুঃখে যাদের জীবন গড়া
মানুষ যাদের নাম
আমি চোখের জলে শোনাই তাদের গান।
তোমরা যাদের মানুষ বলো না
বিধিও যাদের কান্না শোনে না
তারাও মানুষ কাঁদে তাদের প্রাণ
আমি চোখের জলে শোনাই তাদের গান।
[জীবন তাদের নিত্য পরিহাস]-২
কেউ দেখে না ওগো কেউ লেখে না
এ সংসারে তাদের ইতিহাস
পথের মলিন ধুলায় যাদের ঝরে মাথার ঘাম
আমি চোখের জলে শোনাই তাদের গান
তোমরা যাদের মানুষ বলো না
বিধিও যাদের কান্না শোনে না
তারাও মানুষ কাঁদে তাদের প্রাণ
[আমি চোখের জলে শোনাই তাদের গান]-২
দুঃখে যাদের জীবন গড়া
মানুষ যাদের নাম।