Tomari Jibon Thoke Gele Lyircs
তোমারই জীবনে ঠকে গেলে
ভবা পাগলার গান
Tomari Jibon Thoke Gele Lyircs
তোমারই জীবনে ঠকে গেলে মানুষ তুমি
পাবে কি আর ফিরে এমন জনম,
কত অপরাধ, কত অপমান করিতেছ
প্রতিদিন ভীষণ-ভীষণ।
হাসিয়া-হাসিয়া কত করিতেছ পাপ
কাঁদিলেও ফুরাবে না সেই অনুতাপ,
কুড়িয়েছ শত-শত কত অভিশাপ
কত জনার প্রাণে ব্যথা দিলে অকারণ।
ভবা কয়, কেন এলে মানুষ প্রতি ঘরে-ঘরে
নিশ্চয় ছিল কিছু সেই ভাগ্যজোরে,
কেন মন গেলে তুমি এত ছারেখারে
এখনো চাও ক্ষমা, ভবে আছ যতক্ষণ।