Tomari ankhir moto akasher duti tara Lyrics | তোমারি আঁখির মত

তোমারি আঁখির মত আকাশের দুটি তারা

Tomari ankhir moto akasher duti tara
কবি নজরুল

Tomari ankhir moto akasher duti tara Lyrics

 

তোমারি আঁখির মত আকাশের দুটি তারা
চেয়ে থাকে মোর প্রাণে নিশীথে তন্দ্রাহারা ।
সে কি তুমি ? সে কি তুমি ?


ক্ষীণ আঁখি-দ্বীপ জ্বালি’ বাতায়নে জাগি একা
অসীম অন্ধকারে খুঁজি তব পথ-রেখা ,
সহসা দখিন বায়ে চাঁপাবনে জাগে সাড়া
সে কি তুমি ? সে কি তুমি ?


তব স্মৃতি যদি ভুলি ক্ষণ-তরে আন্-কাজে
কেন যেন কাঁদিয়া উঠে আমার বুকের মাঝে ।
সে কি তুমি ? সে কি তুমি ?


বৈশাখী ঝরে রাতে চমকিয়া উঠি জেগে
বুঝি অশান্ত মম আসিলে ঝড়ের বেগে,
ঝর চ’লে যায় কেঁদে ঢালিয়া শ্রাবণ ধারা ।
সে কি তুমি ? সে কি তুমি ?

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *