তোমার নামে যদি গান গাওয়া হয় Lyrics
Tomar Naame Jodi Gaan Hoy Lyircs
শিরোনাম: তোমার নামে যদি গান গাওয়া হয়
কথা ও সুর : মহিউদ্দিন আবু তাহের
শিল্পী: মহিউদ্দিন আবু তাহের ও ইকবাল হোসাইন জীবন।
ভিডিও লিঙ্ক:
Title: Tomar name jodi Gan Gaowa hoy
Lyric & Composer: Mohiuddin Abu Taher
Singer: Mohiuddin Abu Taher & Iqbal Hossain Jibon
তোমার নামে যদি গান গাওয়া হয় Lyrics
তোমার নামে যদি গান গাওয়া হয়
গান সুন্দর হয়।
তোমার সৃষ্টিপানে যদি চাওয়া হয়
চোখ সুন্দর হয়।
তোমার নূরের আভা চাঁদকে দিলে
চাঁদ জ্যোৎস্না পেল,
তোমার প্রেমের রং সূর্য নিয়ে
সে যে দীপ্ত হলো।
তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয়
ফুল সুরভিত হয়।।
তোমার খুশীতে রংধনু ওঠে আকাশে
তোমারই ছন্দ গুঞ্জরী ওঠে বাতাসে।।
তোমার পরশ পেয়ে গাছের পাতা
জানি সবুজ হলো।
তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে
সে যে শুভ্র হলো।
তোমার অমীয় বাণী হৃদয়ে আমার
সুর-সঙ্গীত হয়।।