Tomar Chokher Anginay Lyrics | তোমার চোখের আঙ্গিনায়

Tomar Chokher Anginay Lyrics
Song: Tomar Chokher Anginay
Singer: Shafiq Tuhin
Lyric: Shafiq Tuhin
Tune: Ayub Bachchu
Composition: Bappa Mazumder
Directed by: Elan
Label: Eagle Music
তোমার চোখের আঙ্গিনায় এখনো কি তেমনি করে জোছনা ছড়ায় আলো
এখনো কি তারার পানে চেয়ে থাকো আনমনে
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ?
এখনো কি আকাশে মেঘ দেখে জানালা খুলে তেমনি থাকো বসে
এখনো কি প্রথম প্রেমের মতো পরশ বুলায় বৃস্টিধারা এসে
তোমার দীঘল চুলে এখনো কি ছবি আঁকে মেঘের যত কালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ?
এখনো কি পুরনো চিঠি পড়ে নয়ন ভেজাও নিরব অভিমানে
এখনো কি বিকেলের রোদ এসে গল্প বলে তোমার কানে কানে
সন্ধ্যা নেমে এলে এখনো কি তেমনি করে সাঁঝের প্রদীপ জ্বালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ?

Tomar Chokher Anginay Lyrics

তোমার চোখের আঙ্গিনায়
এখনও কি তেমনি করে
জোছনা ছড়ায় আলো?
এখনো কি তারার পানে
চেয়ে থাকো আনমনে?
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো?
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো?

এখনো কি আকাশের মেঘ দেখে
জানালা খুলে তেমনি থাকো বসে?
এখনো কি প্রথম প্রেমের মতো
পরশ বুলায় বৃষ্টিধারা এসে?
তোমার দিঘল চুলে এখনো কি ছবি আঁকে
মেঘের যত কালো?

তুমি কি আমায় আগের মতো বাসো ভালো?
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো?

এখনো কি পুরোনো চিঠি পড়ে
নয়ন ভেজাও নীরব অভিমানে?
এখনো কি বিকেলের রোদ এসে
গল্প বলে তোমার কানে কানে?
সন্ধ্যা নেমে এলে এখনো কি তেমনি করে
সাঁঝের প্রদীপ জ্বালো?

তুমি কি আমায় আগের মতো বাসো ভালো?
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো?

তোমার চোখের আঙ্গিনায়
এখনও কি তেমনি করে
জোছনা ছড়ায় আলো?
এখনো কি তারার পানে
চেয়ে থাকো আনমনে?
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো?
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো?

আগের মতো বাসো ভালো?

Check Also

a logo for keylyrics.com

ওই দুটি কালো চোখে Lyrics | Oi Duti Kalo Chokhe Lyrics

ওই দুটি কালো চোখে Lyrics Oi Duti Kalo Chokhe Lyrics ওই দুটি কালো চোখে আমার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *