তোমাকে দেখেছি শ্রাবণে Lyrics | Tomake Dekhechhi Srabone Lyrics

তোমাকে দেখেছি শ্রাবণে Lyrics

Tomake Dekhechhi Srabone Lyrics

তোমাকে দেখেছি শ্রাবণে
Tomake Dekhechhi Srabone
কথা: তারকনাথ চৌধুরী
সুর: অরূপ প্রণয়
কণ্ঠ: অভিজিৎ ভট্টাচার্য

 

তোমাকে দেখেছি শ্রাবণে Lyrics



হে হে হে হে হে হে হুঁ হে হে হে হে হে হুঁ হুঁ হুঁ হুঁ
[তোমাকে দেখেছি শ্রাবণে নিশুতি রাতে
রিমঝিম রিমঝিম বৃষ্টিতে নিয়ে গলা ফাটে
কী যেন বলতে গিয়ে থেমে গেলে!
নতমুখে হাত রেখে ভেজা আঁচলে
কেন বলতে পারনি সেদিন,যা ছিলো বলার]-২
প্রিয়তমা প্রিয়তমা প্রিয়তমা।
তোমাকে দেখেছি শরতে ভোরের বেলা
ঝিরঝির কাশফুল দুলছিলো
যেন তোমার চাওয়া;
পূজার অর্ঘ্য নিয়ে অঞ্জলিতে
কিশোরী মনের প্রেম চোখেতে মেখে
কেন বলতে পারনি সেদিন,যা ছিলো বলার
তোমাকে দেখেছি শ্রাবণে নিশুতি রাতে
রিমঝিম রিমঝিম বৃষ্টিতে নিয়ে গলা ফাটে
কী যেন বলতে গিয়ে থেমে গেলে!
নতমুখে হাত রেখে ভেজা আঁচলে
কেন বলতে পারনি সেদিন,যা ছিলো বলার
প্রিয়তমা প্রিয়তমা প্রিয়তমা।
তোমাকে যে শুভলগ্নে মিলনমেলা
দেখলাম লাল চেরি ওড়নাতে তুমি কনের সাথে
মনের মানুষ ভেবে নিলে যাকে
তারি হাতে হাত রেখে গেলে যে চলে!
ভাবি বলতে পারিনি কেন যে,যা ছিলো বলার
তোমাকে দেখেছি শ্রাবণে নিশুতি রাতে
রিমঝিম রিমঝিম বৃষ্টিতে নিয়ে গলা ফাটে
কী যেন বলতে গিয়ে থেমে গেলে!
নতমুখে হাত রেখে ভেজা আঁচলে
কেন বলতে পারনি সেদিন,যা ছিলো বলার
প্রিয়তমা প্রিয়তমা প্রিয়তমা।
হে হে হে হে হে হে হে হে প্রিয়তমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *