ঠাকুরজামাই এলো বাড়িতে Lyrics | Thakur Jamai Elo Barite Lyrics | বলি ও ননদি | Boli O Nonodi

ঠাকুরজামাই এলো বাড়িতে Lyrics | Thakur Jamai Elo Barite Lyrics | বলি ও ননদি | Boli O Nonodi
ঠাকুরজামাই এলো বাড়িতে
Thakur Jamai Elo Barite
কথা: আশানন্দন চট্টরাজ
সুর: চন্দ্রকান্ত নন্দী
শিল্পী: স্বপ্বা চক্রবর্তী

ঠাকুরজামাই এলো বাড়িতে Lyrics

বলি ও ননদি
বলি ও ননদি আর দু’ মুঠো চাল ফেলে দে হাঁড়িতে
ঠাকুর জামাই এলো বাড়িতে
লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে।
বলি ও ননদি আর দু’ মুঠো চাল ফেলে দে হাঁড়িতে
ঠাকুর জামাই এলো বাড়িতে
লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে।
[ইস্টিশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে]-২
[দেখেন তোরে দেখছে কেমন
ড্যাব ড্যাবিয়ে চেয়ে]-২
[(আমি) তাইতো বলি চুল বেঁধে সাজ]-২
হলুদ রাঙা শাড়িতে
ঠাকুর জামাই এলো বাড়িতে
লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে।
বলি ও ননদি আর দু’ মুঠো চাল ফেলে দে হাঁড়িতে
ঠাকুর জামাই এলো বাড়িতে
লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে।
[পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ]-২
[আর)কিনতে হবে রাঙা আলু পটল গোটা পাঁচ]-২
[(আবার) এমন সময় মিনসে দেখি]-২
সাবান ঘষে দাড়িতে
ঠাকুর জামাই এলো বাড়িতে
লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে
বলি ও ননদি আর দু’ মুঠো চাল ফেলে দে হাঁড়িতে
ঠাকুর জামাই এলো বাড়িতে
[লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে]-৩

Thakur Jamai Elo Barite Lyrics

বলি ও ননদি

বলি, ও ননদী, আর দু’মুঠো
চাল ফেলে দে হাঁড়িতে,
ঠাকুর জামাই এলো বাড়িতে।

ইস্টিশনের বাবুর মতো
মিষ্টি পান খেয়ে,
দেখেন, তোরে দেখছে কেমন
ড্যাবড্যাবিয়ে চেয়ে,
আমি তাই তো বলি
চুল বেঁধে সাজ হলুদ-রাঙা শাড়িতে।

পাঠাই কারে জেলেপাড়ায়
আনতে হবে মাছ,
আর কিনতে হবে রাঙা-আলু
পটল গোটা-পাঁচ,
আবার এমন সময় মিনসে দেখি
সাবান ঘষে দাড়িতে।

Boli O Nonodi

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *