তাতল সৈকত বারিবিন্দু সম Lyrics
Tatolo Soikot Baribindu Samo Lyrics
তাতল সৈকত বারিবিন্দু সম
Tatolo Soikot Baribindu Samo
প্রার্থনা
পদকর্তা: বিদ্যাপতি
কণ্ঠ: প্রকৃতি দত্ত
তাতল সৈকত বারিবিন্দু সম Lyrics
তাতল সৈকতে বারিবিন্দু সম
[সুত-মিত-রমণী-সমাজে]-২
তোহে বিসরি’ মন তাহে সমর্পিলুঁ
[অব মঝু হব কোন কাজে]-২
মাধব! হাম পরিণাম নিরাশা।
[তুহুঁ জগ-তারণ,দীন-দয়াময়]-২
[অতয়ে তোহারি বিশোয়াসা]-২
মাধব! হাম পরিণাম নিরাশা।
আধ জনম হাম নিন্দে গোঙায়লুঁ,
[জরা শিশু কতদিন গেলা]-২
নিধুবনে রমণী-রসরঙ্গে মাতলুঁ
[তোহে ভজব কোন্ বেলা]-২
মাধব! হাম পরিণাম নিরাশা।
[কত চতুরানন,মরি মরি যাওত]-২
[ন তুয়া আদি অবসানা।]-২
মাধব! হাম পরিণাম নিরাশা।
[তোহে জনমি’ পুন,তোহে সমাওত]-২
[সাগর-লহরী সমানা]-২
মাধব! হাম পরিণাম নিরাশা।
[ভণয়ে বিদ্যাপতি,শেষ শমন-ভয়]-২
[তুয়া বিনু গতি নহি আরা।]-২
[আদি-অনাদিক-নাথ কহায়সি]-২
ভবতারন-ভার তোহারা
তাতল সৈকতে বারিবিন্দু সম
[সুত-মিত-রমণী-সমাজে]-২
[মাধব! হাম পরিণাম নিরাশা।]-২
মাধব মাধব