সুস্থ যদি থাকতে চাও বেশি বেশি হাসো Lyrics | Sushtho Jodi Thakte Chao Beshi Beshi Haso Lyrics

সুস্থ যদি থাকতে চাও বেশি বেশি হাসো Lyrics

Sushtho Jodi Thakte Chao Beshi Beshi Haso Lyrics

সুস্থ যদি থাকতে চাও বেশি বেশি হাসো
Sushtho Jodi Thakte Chao Beshi Beshi Haso
জীবনমুখী কাওয়ালি গান
কথা,সুর,কন্ঠ-অর্জুন বিশ্বাস

 

সুস্থ যদি থাকতে চাও বেশি বেশি হাসো Lyrics


আ আ আ আ
জীবনটা কেঁদে ভাসিয়ে দিওনা
বরং হেসেই দাও উড়িয়ে,
অতীতের ব্যর্থতা যত আছে
দাও জ্বালিয়ে পুড়িয়ে
জ্বালিয়ে পুড়িয়ে
জ্বালিয়ে পুড়িয়ে;
আরে মুখটা গোমরা
করে থেকোনা
করে থেকোনা
করে থেকোনা
সারাদিনের ঐ ক্লান্তি মনে
পুষে রেখোনা
পুষে রেখোনা।
হাসির জোয়ারে ভাস;
আরে সুস্থ যদি থাকতে চাও,
বেশি বেশি হাসো।।।
আরে হে হে হি হি
হো হো হা হা
বেশি বেশি হাসো।
হে হে হি হি
হো হো হো হা হা হা হা
আ আ আ
যারা হাসতে জানেনা
ভালোবাসতে জানেনা
তারা নাকি হয় নির্দয় !
পৃথিবীতে বেরসিক মানুষগুলো
কখনো কেউ সুখী নয়।।
তাই বাঁচতে হলে হাসতে হবে,
হাসিময় জীবনে আসতে হবে,
সময় থাকতে আসো।
আরে সুস্থ যদি থাকতে চাও,
বেশি বেশি হাসো।।
আরে হে হে হি হি
হো হো হা হা
বেশি বেশি হাসো।
হে হে হি হি
হো হো হো হা হা হা হা
আ আ আ
ডাক্তার রুগীকে কয়
হাসলেই মন ভালো হয়
হার্টটাও থাকে ভালো
দূর হয়ে যায় সব বিষণ্নতা
মনের ওই আধাঁর কালো
তাই হাসি ছড়াও মানুষ হাসাও
মানুষকে ভালোবাসতে শেখাও
নিজেকেও ভালোবাসো।

 

Sushtho Jodi Thakte Chao Beshi Beshi Haso Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *