সুন্দরি রাধে Lyrics | Sundori Radhe Lyrics

সুন্দরি রাধে Lyrics

Sundori Radhe Lyrics

গোবিন্দদাস

সুন্দরি রাধে Lyrics

সুন্দরি রাধে আওয়ে বনি।
ব্রজরমণীগণ মুকুটমণি॥
কুঞ্চিতকেশিনি, নিরুপমবেশিনি,
রস-আবেশিনি ভঙ্গিনি রে।
অধরসুরঙ্গিনি, অঙ্গতরঙ্গিনি,
সঙ্গিনি নব নব রঙ্গিনি রে॥
কুঞ্জরগামিনি, মোতিমদশনি,
দামিনি-চমক-নেহারিনি রে।
আভরণধারিন, নব-অভিসারিণি,
শ্যামর হৃদয়বিহারিণি রে।
নব অনুরাগিণি, অখিলসোহাগিনি,
পঞ্চম রাগিণি মোহিনি রে।
রাসবিলাসিনি, হাসবিকাশিনি,
গোবিন্দদাস-চিত-শোহিনি রে॥

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *