সুন্দরী ও সুন্দরী Lyrics
Sundori O Sundori Lyrics
সুন্দরী ও সুন্দরী
Sundori O Sundori
হিন্দী ছবি: আন্টি নং ১
রিমিক্স বাংলা ভার্সন:
ছায়াছবি: হারামখোর
কথা: এম এ মল্লিক
সংগীত: প্রণব ঘোষ
শিল্পী: পলাশ ও রিজিয়া পারভীন
সুন্দরী ও সুন্দরী Lyrics
সুন্দরী ও সুন্দরী তুমি আমার ফুলপরী
মনে প্রেমের গন্ধ ঢেলে করলে আমার মন চুরী
রঙিলা ও রঙিলা মন নিয়ে করো খেলা
তুমি আমার সঙ্গী হলে রাখবো মনের দ্বার খোলা
সুন্দরী ও সুন্দরী তুমি আমার ফুলপরী।
পৃথিবীটা মরে যাবে বেঁচে রবে প্রেম আমার
লেখা রবে ইতিহাসে কাহিনী ভালোবাসার।
আকাশেতে লক্ষ তারা মিটিমিটি জেগে রয়
ইশারাতে কানে কানে দু’জনারই কথা কয়
সুন্দরী ও সুন্দরী তুমি আমার ফুলপরী।
পূর্ণিমার ওই রুপ তোমার অঙ্গ যেন ফোঁটা ফুল
রাঙা ঠোঁটে মিষ্টি হেসে করো না আমায় আকুল।
অঙ্গে জাদু রুপে মধু প্রেমে পড়া মন আমার
মিশে যাবো এক হয়ে ভালোবাসা দাও তোমার।
সুন্দরী ও সুন্দরী তুমি আমার ফুলপরী
মনে প্রেমে গন্ধ ঢেলে করলে আমার মন চুরী
ও রঙিলা ও রঙিলা মন নিয়ে করো খেলা
তুমি আমার সঙ্গী হলে রাখব মনের দ্বার খোলা
সুন্দরী ও সুন্দরী তুমি আমার ফুলপরী।