শ্রী গৌরাঙ্গ তুমি মোরে Lyrics | Sri Gauranga Tumi More Lyrics

a logo for keylyrics.com

শ্রী গৌরাঙ্গ তুমি মোরে Lyrics

Sri Gauranga Tumi More Lyrics

শ্রী গৌরাঙ্গ তুমি মোরে
Sri Gauranga Tumi More
কথা: শ্রীল বাসুদেব ঘোষ
শিল্পী: শ্রী হিমাংশু গোস্বামী

 

শ্রী গৌরাঙ্গ তুমি মোরে Lyrics

[শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে দয়া না ছাড়িও
আপন করিয়া রাঙ্গা চরণে রাখিও
আপন করিয়া রাঙ্গা চরণে রাখিও]-২
[তোমার চরণ আশে সব তেয়াগিলুঁ,
শীতল চরণ পাইয়া শরণ লইলুঁ]-২
শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে দয়া না ছাড়িও
[আপন করিয়া রাঙ্গা চরণে রাখিও]-২
[এ কূলে ও কূলে মুই দিলুঁ তিলাঞ্জলি,
রাখিও চরণে মোরে আপনার বলি]-২
শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে দয়া না ছাড়িও
[আপন করিয়া রাঙ্গা চরণে রাখিও]-২
বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া
(প্রভু তোমার চরণে চরণে
তোমার চরণে ধরিয়া)
বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া
কৃপা করি রাখ গো প্রভু পদছায়া দিয়া।
[শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে দয়া না ছাড়িও
আপন করিয়া রাঙ্গা চরণে রাখিও
আপন করিয়া রাঙ্গা চরণে রাখিও]-২
আপন করিয়া রাঙ্গা চরণে রাখিও

 

Sri Gauranga Tumi More Lyrics

[Sri Gauranga Probhu more doya na chario

Apon koriya ranga chorone rakhio

Apon koriya ranga chorone rakhio]-2

[Tomar choron ashe shob teyagilu,

Shitol choron paiya shoron loilu]-2

Sri Gauranga Probhu more doya na chario

[Apon koriya ranga chorone rakhio]-2

[E kule o kule mui dilu tilanjoli,

Rakhio chorone more aponar boli]-2

Sri Gauranga Probhu more doya na chario

[Apon koriya ranga chorone rakhio]-2

Basudev Ghosh bole chorone dhoriya

(Probhu tomar chorone chorone

Tomar chorone dhoriya)

Basudev Ghosh bole chorone dhoriya

Kripa kori rakho go Probhu podochaya diya.

[Sri Gauranga Probhu more doya na chario

Apon koriya ranga chorone rakhio

Apon koriya ranga chorone rakhio]-2

Apon koriya ranga chorone rakhio

 

গানের মৌলিক তথ্য (Song’s Basic Information)

  • গানের নাম (Song Title): শ্রী গৌরাঙ্গ তুমি মোরে (Sri Gauranga Tumi More) / শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে দয়া না ছাড়িও

  • পদকর্তা / গীতিকার (Lyricist): শ্রীল বাসুদেব ঘোষ (Srila Basudev Ghosh)

  • কণ্ঠশিল্পী (Singer): শ্রী হিমাংশু গোস্বামী (Sri Himangshu Goswami)

  • ধরণ (Genre): ভজন / নামসংকীর্তন / গৌড়ীয় বৈষ্ণব গীতি (Bhajan / Kirtan / Gaudiya Vaishnava Song)

  • বিষয়বস্তু (Theme): মহাপ্রভুর চরণে নিঃশর্ত আত্মসমর্পণ ও কৃপা প্রার্থনা (Surrender and prayer for mercy to Lord Chaitanya)

 

শ্রী গৌরাঙ্গ তুমি মোরে লিরিক্স (Sri Gauranga Tumi More Lyrics) – বাসুদেব ঘোষ | হিমাংশু গোস্বামী

বৈষ্ণব পদাবলি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মহাজন শ্রীল বাসুদেব ঘোষের রচিত এক অমৃতসিক্ত পদ হলো “শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে দয়া না ছাড়িও”। ভক্তিজগতে এই গানটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রতিটি সনাতন ধর্মাবলম্বীর কাছে এক আবেগের নাম। গানটি শ্রী হিমাংশু গোস্বামীর দরদী কণ্ঠে নতুন করে প্রাণ পেয়েছে এবং ভক্তমহলে ব্যাপক সমাদৃত হয়েছে।

এই গানের প্রতিটি চরণে ভক্তের আকুতি এবং মহাপ্রভুর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের চিত্র ফুটে উঠেছে। পদকর্তা বলছেন, তিনি ইহকাল ও পরকাল—উভয় কূলের আশা ত্যাগ করে কেবল শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর রাঙা চরণের শীতল ছায়ায় আশ্রয় নিয়েছেন। “এ কূলে ও কূলে মুই দিলুঁ তিলাঞ্জলি”—এই পংক্তিটির মাধ্যমে সংসারের মোহ ত্যাগ করে প্রভুর চরণে নিজেকে সঁপে দেওয়ার যে গভীর বৈরাগ্য, তা প্রকাশ পেয়েছে।

যারা প্রাতঃকালীন প্রার্থনা বা নামসংকীর্তনের জন্য অর্থসহ লিরিক্স খুঁজছেন, তাদের জন্য এই গানটি অপরিহার্য। হিমাংশু গোস্বামীর গাওয়া এই ভজনটি শুনলে মন পবিত্রতা ও প্রশান্তিতে ভরে ওঠে।

 

গানটি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর (FAQ about the Song)

প্রশ্ন: “শ্রী গৌরাঙ্গ তুমি মোরে” বা “দয়া না ছাড়িও” গানটির রচয়িতা কে? উত্তর: এই বিখ্যাত বৈষ্ণব পদটির রচয়িতা হলেন মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ শ্রীল বাসুদেব ঘোষ (Basudev Ghosh)।

প্রশ্ন: এই গানটির সবচেয়ে জনপ্রিয় শিল্পী কে? উত্তর: গানটি অনেক শিল্পী গাইলেও শ্রী হিমাংশু গোস্বামীর (Himangshu Goswami) গাওয়া সংস্করণটি ভক্তদের কাছে সর্বাধিক জনপ্রিয়।

প্রশ্ন: “এ কূলে ও কূলে মুই দিলুঁ তিলাঞ্জলি” – এই লাইনটির অর্থ কী? উত্তর: এর অর্থ হলো, ভক্ত তার ইহলৌকিক সুখ এবং পারলৌকিক মুক্তির আশা—সবকিছুই ত্যাগ করেছেন বা বিসর্জন দিয়েছেন কেবল মহাপ্রভুর চরণে সেবা পাওয়ার আশায়। এটি পূর্ণ শরণাগতির লক্ষণ।

প্রশ্ন: Sri Gauranga Tumi More Lyrics বাংলা ও ইংরেজিতে কোথায় পাবো? উত্তর: এই পেজেই গানটির সম্পূর্ণ লিরিক্স বাংলা এবং ইংরেজি উচ্চারণে (Roman Script) নির্ভুলভাবে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *