Somoy Gele Sadhon Hobe Na Lyrics
সময় গেলে সাধন হবে না
লালন
Somoy Gele Sadhon Hobe Na Lyrics
সময় গেলে সাধন হবে না।
দিন থাকিতে তিনের সাধন কেন করলে না।।
জানো না মন খালে বিলে
থাকে না মীন জল শুকালে।
কি হবে আর বাঁধাল দিলে, মোহনা শুকনা।।
অসময়ে কৃষি করে
মিছামিছি খেটে মরে।
গাছ যদিও হয় বীজের জোরে, ফল ধরে না।।
অমাবস্যায় পূর্নিমা হয়
মহাযোগ সেই দিনে উদয়।
লালন বলে তাহার সময় দণ্ড রয় না।।
সময় গেলে সাধন হবে না
তুমি দিন থাকতে দ্বীনের সাধন
কেন করলে না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
জানো না মন খালে বিলে
থাকে না মীন জল শুকালে
জানো না মন খালে বিলে
থাকে না মীন জল শুকালে
কি হবে আর বাঁধা দিলে
শুকনা মোহনা
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
অসময়ে কৃষি করে
মিছামিছি খেটে মরে।
অসময়ে কৃষি করে
মিছামিছি খেটে মরে।
গাছ যদিও হয় বীজের জোরে,
ফল ধরে না।
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
অমাবস্যায় পূর্নিমা হয়
মহা জোগ সে দিনের উদয়
অমাবস্যায় পূর্নিমা হয়
মহাযোগ সে দিনের উদয়
লালন বলে তাহার সময়
দ্বন্দ রয় না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে
সময় গেলে
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
তুমি দিন থাকিতে