Sokhi Bolis Tare Binoy Kore Lyrics
সখী বলিস তারে বিনয় করে
কথা ও সুর: সুধীর চন্দ্র
Sokhi Bolis Tare Binoy Kore Lyrics
সখী বলিস তারে বিনয় করে, রয়না যেন আর বিদেশে ।
সে যদি গো ফিরে আসে, বাঁচিবার সাধ আছে আমার-
বাঁচিবার সাধ আছে আমার, সে যদি গো ফিরে আসে ।
নিশিতে উদয় স-সদর, আলোকিত হল অম্বর,
তারা গনু সুভে চারি পাশে ।
নক্ষত্র রূপ অষ্ট সখী আমারে দিয়াছে ফাঁকি রে ।
সখী অমাবস্যা লাগলো হৃদ আকাশে, সে যদি গো ফিরে আসে ।
বাঁচিবার সাধ আছে আমার-বাঁচিবার সাধ আছে আমার,
সে যদি গো ফিরে আসে ।
ভ্রমরা ভ্রমরী সনে মক্ত আছে মধু পানে,
নানান জাতি ফুলে ফুলে বসে ।
আমার ঐ কাল-ভ্রমরা, কর্ম দোষে গেল মধুরা রে ।
সখী ফুলের মধু ঝরিল বাতাসে, সে যদি গো ফিরে আসে ।
বাঁচিবার সাধ আছে আমার-বাঁচিবার সাধ আছে আমার,
সে যদি গো ফিরে আসে ।
তারে না পার যদি আনিতে, বলি ও মোর প্রাননাতে,
কান্তে কান্তে রাই মরিবে শেষে ।
দেখে রাইয়ের নয়নের জল, সুধীরও হইল পাগল রে ।
ওরে বলিও তার চরণও উদ্দেশে, সে যদি গো ফিরে আসে ।
বাঁচিবার সাধ আছে আমার-বাঁচিবার সাধ আছে আমার,
সে যদি গো ফিরে আসে ।