Sojoni Go Bhalobese Eto Jala
সজনী গো ভালোবেসে এতো জ্বালা
গানের কথাঃ সজনী গো ভালোবেসে এতো জ্বালা কেন বলো না …
গীতিকারঃ মাসুদ করিম,
সুরকারঃ সুবল দাস,
মূলশিল্পীঃ বশীর আহমেদ,
চলচ্চিত্রঃ ভাঙ্গাগড়া (০৯/১০/১৯৮১ইং),
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/শাবানা/আলমগীর প্রমুখ,
পরিচালকঃ কামাল আহমেদ।
Sojoni Go Bhalobese Eto Jala
সজনী গো… ভালোবেসে এতো জ্বালা কেন বলো না ?
ভালোবেসে এতো জ্বালা কেন বলো না ?
দুটি আঁখি নেশা নেশা,মনে জাগে একি তৃষা,
বুকেতে জ্বলে কামনা…
সজনী গো… ভালোবেসে এতো জ্বালা কেন বলো না ?
ভালোবেসে এতো জ্বালা কেন বলোনা ?
যতো তারে কাছে ডাকি,সেতো ফিরে চায় না…
এ হৃদয় ধরে তবু সুখেরই বায়না,
যতো তারে কাছে ডাকি,সেতো ফিরে চায় না…
এ হৃদয় ধরে তবু সুখেরই বায়না,
পারিনা বোঝাতে পিয়াসী এ রাতে,
পারিনা বোঝাতে পিয়াসী এ রাতে,
প্রিয়া বিনা ভালোলাগে না…
ভালোলাগে না…
সজনী গো… ভালোবেসে এতো জ্বালা কেন বলোনা ?
ভালোবেসে এতো জ্বালা কেন বলোনা ?
যতো ভাবি ভুলে যাবো,ভোলা তবু যায় না,
মনে যে ছায়া ফেলে,মনেরই আয়না…
যতো ভাবি ভুলে যাবো,ভোলা তবু যায় না,
মনে যে ছায়া ফেলে,মনেরই আয়না…
বিরহ রজনী,কাটেনা সজনী,
বিরহ রজনী,কাটেনা সজনী,
কি যে করি তুমি বলোনা ?
তুমি বলোনা…?
সজনী গো… ভালোবেসে এতো জ্বালা কেন বলোনা ?
দুটি আঁখি নেশা নেশা,মনে জাগে একি তৃষা
বুকেতে জ্বলে কামনা…
সজনী গো… ভালোবেসে এতো জ্বালা কেন বলোনা ?
ভালোবেসে এতো জ্বালা কেন বলোনা ?