Sobar Durga Maa Lyrics
সবার দুর্গা মা Lyrics
Kumar Sanu
Kharaj | Shovan
আগমনী গান
দুর্গা পূজার গান
সবার দুর্গা মা Lyrics
ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেন সংস্থিতা
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ
ইয়া দেবী সর্বভূতেষু চেতনেতি- অভিধিয়াতে
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ
ইয়া দেবী সর্বভূতেষু…
হুম, ঢাকে যেই পড়ল কাঠি, হয়ে যায় জম জমাটি
আলোর এই খুশির রঙ এ সব (হেই)
ধুনুচি নাচের তালে, নাচে মন সাত সকালে
আমাদের এ দুর্গো-উৎসব
আ আ, বাংলা মাতলো আবার, পোশাকের রঙিন বাহার
ভুলে যাই আপন বা কে পর
রমরমা মজাতে ভাই, প্রাণ খুলে নাচুক সবাই
মেতে যায় বাঙালীদের ঘর (হেই)
বাজা রে-বাজা রে-বাজা, ঢাক-ঢোল, কাঁসর বাজা
বাজা রে-বাজা রে-বাজা, ঢাক-ঢোল, কাঁসর বাজা
পুজোর সাজে এলো রে আজ মা
সে যে সবার দুর্গা মা
মা গো, তোমার আগমনে ঘরে ঘরে খুশি থাক
হৃদয় জুড়ে থাকলে আশীষ, সব অন্ধকার দূরে যাক
ছন্দেতে আজ মাতলো সবাই, মাতলো আবার কাশবন
শরতেরই মেঘের মতন, গেয়ে উঠুক সবার মন
বাজা রে-বাজা রে-বাজা, ঢাক-ঢোল, কাঁসর বাজা
বাজা রে-বাজা রে-বাজা, ঢাক-ঢোল, কাঁসর বাজা
পুজোর সাজে এলো রে আজ মা
সে যে সবার দুর্গা মা
বলো দুর্গা মাই কি জয়
আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে
আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে
