সবাই নিজেকে ভাবে চালাক লিরিক্স | Sobai Nijeke Vabe Chalak Lyrics
সবাই নিজেকে ভাবে চালাক
Sobai Nijeke Vabe Chalak
কথা,সুর ও কণ্ঠ: অর্জুন বিশ্বাস
সবাই নিজেকে ভাবে চালাক লিরিক্স
আজকাল
[সবাই নিজেকে ভাবে চালাক
অন্যকে ভাবে বোকা,
যেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী
আর সকলেই যেন খোকা]-২
সবাই নিজেকে ভাবে চালাক
[যত করবে চালাকি বুঝবে জ্বালা কি!]-২
[চালাকির জ্বালা কি!]-২
নিজে অন্যায় করে তাতে নাই দোষ
তার চোখে যত দোষ নন্দঘোষ
নন্দঘোষ নন্দঘোষ!
আরে নিজে করে অন্যায় তাতে নাই দোষ
তার চোখে যত দোষ নন্দঘোষ
ঢাক ঢোল জোরেসোরে মিথ্যা প্রচার করে
মানুষকে দিতে চায় ধোঁকা
যেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী
আর সকলেই যেন খোকা
সবাই নিজেকে ভাবে চালাক
অন্যকে ভাবে বোকা,
যেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী
আর সকলেই যেন খোকা
সবাই নিজেকে ভাবে চালাক
[যত করবে চালাকি বুঝবে জ্বালা কি!]-২
জ্বালা কি জ্বালা কি!
চালাকির জ্বালা কি!
নিজের প্রশংসায় নিজে যেন অন্ধ
অন্যের ভালো কাজ তার কাছে মন্দ
তার কাছে মন্দ তার কাছে মন্দ!
আরে নিজের প্রশংসায় নিজে যেন অন্ধ
অন্যের ভালো কাজ তার কাছে মন্দ
বিবেকের চোখটাকে অন্ধ করে রাখে
পাণ্ডিত্যে একরোখা
যেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী
আর সকলেই যেন খোকা
সবাই নিজেকে ভাবে চালাক
অন্যকে ভাবে বোকা,
যেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী
আর সকলেই যেন খোকা
সবাই নিজেকে ভাবে চালাক
[যত করবে চালাকি বুঝবে জ্বালা কি!]-২
জ্বালা কি জ্বালা কি!
চালাকির জ্বালা কি!
মানুষের মাঝে এ কি কঠিন বিকার!
নিজের ভুলগুলোকে করে না স্বীকার
করে না স্বীকার করে না স্বীকার
আরে মানুষের মাঝে এ কি কঠিন বিকার!
নিজের ভুলগুলোকে করে না স্বীকার
আর কোনো দোষ নাই দোষে আপসোস নাই
ধোয়া তুলসী সত্যের পোকা!
যেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী
আর সকলেই যেন খোকা
সবাই নিজেকে ভাবে চালাক
অন্যকে ভাবে বোকা,
যেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী
আর সকলেই যেন খোকা
সবাই নিজেকে ভাবে চালাক
[যত করবে চালাকি বুঝবে জ্বালা কি!]-২
জ্বালা কি জ্বালা কি!
চালাকির জ্বালা কি!