সবাই বল মা Lyrics
Sobai Bolo Maa Lyrics
প্রতিনিধি চলচ্চিত্রে সাবিনা ইয়াসমিনের গাওয়া
১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত চিত্রনায়ক আজিম পরিচালিত প্রতিনিধি চলচ্চিত্রে সাবিনা ইয়াসমিনের গাওয়া উল্লেখিত গানের দৃশ্যে সুজাতা। আজ মা দিবসে আমার এই প্রিয় গান শেয়ার করলাম।
সবাই বল মা Lyrics
সবাই বল মা
মায়ের দাম কী হয়
পৃথিবীতে মায়ের নেই তুলনা
মাগো তোমার নেই তুলনা
প্রতিরাতে আদর করে ঘুম পারায় কে
কচি মুখে চুমু খেয়ে ঘুম ভাঙ্গায় কে।
সেই মায়েরই বড় হয়ে ভুলে যেয়ো না
না না না ………।।
রুগ্ন শিশুর পাশে বসে প্রহর গুনে কে
ভাল মন্দ কিছু হলে আগে জানে কে।
সে মায়েরই ভুলেও কভু দুঃখ দিও না
না না না……….।।