Shyamer Banshi Lyrics | শ্যামের বাঁশি | Dhamail | Tirtha Bhattacharjee

Shyamer Banshi Lyrics | শ্যামের বাঁশি | Dhamail | Tirtha Bhattacharjee

Shyamer Banshi Binodiya | Dhamail | Tirtha Bhattacharjee | Satyaki Banerjee

শিল্পী-অদিতি মুন্সী

Lyrics : Radharamon Dutta

ধামাইল গান

 

Shyamer Banshi Lyrics

ও শ্যামের বাঁশি বিনোদিয়া গো সই
ঐ যে কালার বাঁশি
আরে বাঁশি না হয় বাঁশি না হয়
করল বাঁশের আগা
বাঁশি না হয় বাঁশি না হয়
করইল বাঁশের আগা
আরে নাম ধরিয়া বাজায় বাঁশি
কলঙ্কিনী রাধা।
হায় গো নাম ধরিয়া বাজায় বাঁশি
কলঙ্কিনী রাধা।
শ্যামের বাঁশি
ও শ্যামের বাঁশি বিনোদিয়া গো সই
ঐ যে কালার বাঁশি।
বাঁশি না হয় বাঁশি না হয়
করল বাঁশের আগা
বাঁশি না হয় বাঁশি না হয়
করল বাঁশের আগা।
আরে নাম ধরিয়া বাজায় বাঁশি
ও দেখ নাম ধরিয়া বাজায় বাঁশি
কলঙ্কিনী রাধা
হায় গো নাম ধরিয়া বাজায় বাঁশি
কলঙ্কিনী রাধা।
শ্যামের বাঁশি
ও শ্যামের বাঁশি বিনোদিয়া গো সই
ঐ যে কালার বাঁশি।
নাচিতে নাচিতে রাধা অঝরে ঘামিলা।।
আরে আপনি আইসা ঠাকুর কৃষ্ণ,
পাঙ্খা হাতে লইলা।।
শ্যামের বাঁশি
ও শ্যামের বাঁশি বিনোদিয়া গো সই,
ঐ যে কালার বাঁশি।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *