শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে Lyrics
Shyama Mon Chache Tomake Fele Lyrics
শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে
সুরট মল্লার-তেওড়া
-প্রেমিক
শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে Lyrics
শ্যামা, মন ছাঁচে তোমাকে ফেলে,
মনোময়ী মূর্তি আজ ল’ব তুলে॥
মন যে আমার খাদে ভরা, তোমার ভাবে কৈ মা গলে,
ভাবরূপিণী হও তারিণী, গলে আমার ভাব-অনলে৷
দেখিব রূপ তোমার স্বরূপ, যে রূপেতে ভোলা ভোলে,
পূরাও আশা, কৃত্তিবাসা, দিয়ে দেখা হৃদিকমলে৷
গঙ্গাজলে গঙ্গাপূজা, কী হবে মা বনফুলে,
কী দিয়ে পূজিব তোমায় ভাবছি বসে তাই বিরলে৷
আমি আমার নই জননী, আমার নাই কিছুই ভূতলে,
এ ব্রহ্মাণ্ড তোমার সৃষ্টি, দৃষ্টিহীনে আমার বলে।
প্রেমিক বলে শোন রে যুক্তি যথাশক্তি ভক্তিজলে,
ধুয়ে দে মা’র রাঙ্গা চরণ, মনফুল দে পদতলে ৷