Shuno Ashekgon Lyrics
শুন আশেকগন
Shuno Ashekgon Lyrics
শুন আশেকগন
চেমা মাহফিল কর আয়োজন।
চেমায় হয় আত্মসুদ্ধি চেমায় হয় খোদার মিলন।ঐ
চেমার কথা কোরআনে আছে আর সিয়াসিত্তাতে
রাসুলুল্লাহ চেমা শুনত মসজিদে নববীতে
হাসান ইবনে ছাবেত সে’র পড়ত তখন।ঐ
জুমার নামায পড়তে হলে মসজিদ হয় প্রয়োজন
চেমা মাহফিল করতে গেলে দায়েরা কর গঠন
চেমার স্বীকৃতি দিল চার মযাহাবের ঈমামগণ।ঐ
পাক পবিত্র আতর গোলাফ মোমের বাতি জ্বালাইয়া
দোজানু নত শিরে বর্জখ ধরীয়া
মুর্শিদের প্রতিনিধি হুকুম করবে তখন।ঐ
কোরআন পাঠ দরুদ সালাম কছিদা ভান্ডারী
সে’র সুর বাদ্যের তালে অজদ্দ কর চোখ বন্ধকরী
জজবা হাল আকর্ষণে হবে মওলার দর্শন।ঐ
ঢোল বাশি হারমনিয়াম জুরী আর তবলা
সিচতিয়া ভান্ডারীয়া তরীকতের নিয়ম নীতি মালা
বেলায়ত হিক’মতের খেলা বুঝেনা মনকেরগণ।ঐ
মুসল্লির জন্য ওয়াইল দোজখ কোরআনে আছে লেখা
বেকায়দায় করিলে চেমা হারাম বলে হাদিসে লেখা
হারুন বলে আমল নামা মিজানে হবে ওজন।ঐ