শুধু মুখের কথায় কিছু হয় না Lyrics
Shudhu Mukher Kathay Kichu Hoy Na Lyrics
শুধু মুখের কথায় কিছু হয় না
Shudhu Mukher Kathay Kichu Hoy Na
শিল্পী: গোষ্ঠ গোপাল দাস
শুধু মুখের কথায় কিছু হয় না Lyrics
শুধু মুখের কথায় কিছু হয় না।।
মুখে মুখে প্রেম করিলে
চিরদিন তো রয় না।
মুখের কথায় কিছু হয় না
শুধু মুখের কথায় কিছু হয় না।
মেঘে মেঘে বেলা হলে,
বেলা বোঝা যায় না।।
তখন দেখে ঘড়ি সময় ধরি
দেখে ঘড়ি সময় ধরি
মনঘড়ি তো চলে না।
মুখের কথায় কিছু হয় না
শুধু মুখের কথায় কিছু হয় না।
দুধের মধ্যে মাখন থাকে,
ধরে তোলা যায় না।।
যে ঝিনুকে মুক্তা থাকে।
যে ঝিনুকে মুক্তা ও সে
ঝিনুক চেনে কয়জনা।
মুখের কথায় কিছু হয় না
শুধু মুখের কথায় কিছু হয় না।
মুখে মুখে প্রেম করিলে
চিরদিন তো রয় না।
মুখের কথায় কিছু হয় না
শুধু মুখের কথায় কিছু হয় না।