শ্রীগুরু শ্রীগৌর শ্রীনিত্যানন্দ আরতি Lyrics | জয় জয় গুরুদেব করুণাসাগর Lyrics | Jay Jay Gurudev KarunaSagar Lyrics

শ্রীগুরু শ্রীগৌর শ্রীনিত্যানন্দ আরতি Lyrics

জয় জয় গুরুদেব করুণাসাগর Lyrics

Jay Jay Gurudev KarunaSagar Lyrics

শ্রীগুরু-শ্রীগৌর-শ্রীনিত্যানন্দ-আরতি

Shri Guru Shri Gour Shri Nityananda Arati Lyrics

শ্রীগুরু শ্রীগৌর শ্রীনিত্যানন্দ আরতি Lyrics

জয় জয় গুরুদেব করুণাসাগর ।
গোস্বামী গোবিন্দদেব শ্রীভক্তিসুন্দর ॥১॥

প্রকাশিলে একচক্রায় ভুবনমঙ্গল ।
গুরু-গৌর-নিত্যানন্দ-সেবা সমুজ্জ্বল ॥২॥

গোরাপ্রেমে মাতোয়ারা নিত্যানন্দরূপ ।
রসরাজ মহাভাব চৈতন্যস্বরূপ ॥৩॥

কসিতকাঞ্চন যিনি শ্রীঅঙ্গ লাবণি ।
দুঁহুঁগলে বনমালা ভাবের গোলনী ॥৪॥

মুরছিত কোটীকাম রূপরাসরঙ্গে ।
মধুর নর্ত্তন-ভাব বরাভয় ভঙ্গে ॥৪॥

কোটী-চন্দ্র-ভানুশোভা রত্ব-সিংহাসনে ।
প্রেম নেত্রে দেখে মহাভাগ্যবান জনে ॥৬॥

মৃদঙ্গ মন্দিরাবাজে মুশঙ্খধ্বনিত ।
শ্রুতি-মৌলি-রত্নমালা দীপ-নিরাজিত ॥৭॥

ভুবনমোহন দুঁহুঁ রূপের আরতি ।
গুপ্ত-বৃন্দারণ্যবাসী দেখে নিরবধি ॥৮॥

গৌর-নিত্যানন্দ-ভক্ত কৃপা পাত্র গণ ।
দেখেন আরতিশোভা দুর্ল্লভ-দর্শন ॥৯॥

নদীয়া লীলার নিত্যানন্দ-গৌরনিধি ।
পতিতপাবন-ক্ষেত্রে মিলাইল বিধি ॥১০॥

অবিচিন্ত্য নিত্যানন্দ-চৈতন্যপ্রকাশ ।
শ্রীগুরুপ্রসাদে দেখে এই অধম দাস ॥১১॥

Shri Guru Shri Gour Shri Nityananda Arati Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *