শ্রীগৌরাঙ্গ সুন্দর নবনটবর Lyrics
Shri Gouranga Sundar NoboNotobor Lyrics
শ্রীগৌরাঙ্গ সুন্দর নবনটবর
কীর্তন—একতাল
-নীলকণ্ঠ মুখোপাধ্যায়
শ্রীগৌরাঙ্গ সুন্দর নবনটবর Lyrics
শ্রীগৌরাঙ্গ সুন্দর নবনটবর তপতকাঞ্চন কায়।
করে স্বরূপ বিভিন্ন, লুকাইয়ে চিহ্ন, অবতীর্ণ নদীয়ায়॥
কলিঘোর অন্ধকার বিনাশিতে, উন্নত উজ্জ্বল রস প্রকাশিতে,
তিন বাঞ্ছ তিন বস্তু আস্বাদিতে, এসেছ তিনেরি দায়;
সে তিন পরশে, বিরস-হরষে দরশে জগৎ মাতায়॥
নীলাব্জ হেমাজে করিয়ে আবৃত, হ্লাদিনীর পূরাও দেহ ভেদগত;
অধিরূঢ় মহাভাবে বিভাবিত, সাত্ত্বিকাদি মিলে যায়।
নবীন সন্ন্যাসী, সুতীর্থ-অন্বেষী, কভু নীলাচলে কভু যান কাশী;
অযাচকে দেন প্রেম রাশি রাশি, নাহি জাতিভেদ তায়।
দ্বিজ নীলকণ্ঠ ভণে, এই বাঞ্ছা মনে, কবে বিকাব গৌরের পায়॥