সর্বতোমঙ্গল রাধে Lyrics
Shorboto Mongolo Radhe Lyrics
সর্বতোমঙ্গল রাধে Lyrics
সর্বতোমঙ্গল রাধে, বিনোদিনী-রাই,
বৃন্দাবনের বংশিধারী, ঠাকুর-কানাই।
একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়,
পেছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়।
জল ভরো জল ভরো রাধে, ও গোয়ালের ঝি,
কলস আমার পূর্ণ করো, রাধে বিনোদী।
কালো মানিক হাত পেতেছে, চাঁদ ধরিতে যায়,
বামন কি আর হাত বাড়ালেই চাঁদের দেখা পায়?
কালো কালো করিসনা লো, ও গোয়ালের ঝি,
আমায় বিধাতা গড়েছে কালো, আমি করব কী?
এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায়,
আর এক কালো, আমি কৃষ্ণ, সকল রাধে চায়।
এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল,
সর্প হয়ে কালো বাশি, রাধাকে দংশিল,
ডান পায়ে দংশিনু রাধের, বাম পায়ে ধরিল,
মরলাম মরলাম বলে রাধে, জমিনে পড়িল।
মরবেনা মরবেনা রাধে, মন্ত্র ভাল জানি,
দু-এক খানা ঝাড়া দিয়া, বিষ করিব পানি,
আমারও অঙ্গের বিষ যে ঝাড়িতে পারে,
সোনার এ জৈবনখানি দান করিব তারে।
এই কথা শুনিয়া কানাই বিষ ঝাড়িয়া দিল,
ঝেড়ে-ঝুড়ে রাধে তখন গৃহবাসে গেল।
গৃহবাসে যেয়ে রাধে আড়ে বিছায় চুল,
কদম-তলায় থাইক্যা কানাই, ফিইক্যা মারে ফুল।
বিয়া নাকি করো কানাই বিয়া নাকি করো,
পরের রমণী দেখে জ্বালায় জ্বলে মরো।
বিয়া তো করিব রাধে, বিয়া তো করিব,
তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাব।
আমার মতো সুন্দর রাধে, যদি পেতে চাও,
গলায় কলসি বেধে যমুনাতে যাও।
কোথায় পাব হাড়-কলসি, কোথায় পাব দড়ি,
তুমি হও যমুনা রাধে, আমি ডুইব্যা মরি।
এমন যুবতী রাধে যদি পেতে চাও
গলাতে কলসি বেঁধে যমুনাতে যাও
কোথায় পাব হার কলসি কোথায় পাব দড়ি
তুমি হও যমুনা রাধে, আমি ডুইব্যা মরি।
Shorboto Mongolo Radhe Lyrics
সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই
বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই
একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়
পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়
জল ভরো, জল ভরো, রাধে, ও গোয়ালের ঝি
কলস আমার পূর্ণ করো, রাধে বিনোদি
কালো মানিক হাত পেতেছে, চাঁদ ধরিতে চায়
বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়?
কালো কালো করিস না লো, ও গোয়ালের ঝি
আমায় বিধাতা করেছে কালো, আমি করবো কী?
এক কালো যমুনার জল, সর্ব প্রাণী খায়
আরেক কালো আমি কৃষ্ণ, সকল রাধে চায়
এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিলো
সর্প হয়ে কালো বাঁশি রাধেকে দংশিলো
ডান পায়ে দংশিলো রাধের, বাম পায়ে ধরিলো
“মরলাম, মরলাম” বলে রাধে জমিনে পড়িলো
মরবে না, মরবে না, রাধে, মন্ত্র ভালো জানি
দুই—একখানা ঝাড়া দিয়ে বিষ করিবো পানি
এমন অঙ্গের বিষ যে ঝাড়িতে পারে
সোনার এই যৌবনখানি দান করিবো তারে
এই কথা শুনিয়া কানাই বিষ ঝাড়িয়া দিলো
ঝেড়ে—ঝুড়ে রাধে তখন গৃহবাসে গেল
গৃহবাসে গিয়া রাধে আড়ে বিছায় চুল
কদমডালে থাইক্কা কানাই ফিক্কা মারে ফুল
বিয়া নাকি করো, কানাই, বিয়া নাকি করো
পরের রমণী দেখে জ্বালায় জ্বলে মরো
বিয়া তো করিবো, রাধে, বিয়া তো করিবো
তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো?
আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও
গলায় কলসি বেঁধে যমুনাতে যাও
কোথায় পাবো হার কলসি, কোথায় পাবো দড়ি?
তুমি হও যমুনা, রাধে, আমি ডুইবা মরি
তুমি হও যমুনা, রাধে, আমি ডুইবা মরি
তুমি হও যমুনা, রাধে, আমি ডুইবা মরি
তুমি হও যমুনা, রাধে, আমি ডুইবা মরি