Shilpi Holeo Manush Ami Lyrics
শিল্পী হলেও মানুষ আমি
ছায়াছবি: গোলমাল (২০০৮)
কথা: গৌতম সুস্মিত
সুর: অশোক ভদ্র
কণ্ঠ: সাধনা সরগম
Shilpi Holeo Manush Ami Lyrics
[শিল্পী হলেও মানুষ আমি
তোমরা কি তা বোঝো না?
শুধুই নিজের কথা ভাবো
আমার কথা ভাবো না]-২
শিল্পীরও যে জীবন আছে,
স্বপ্ন আছে,ব্যথা আছে
কেউ তা মনে রাখেনা
শিল্পী হলেও মানুষ আমি
তোমরা কি তা বোঝো না?
শুধুই নিজের কথা ভাবো
আমার কথা ভাবো না।
[তোমাদের খুশি করে পাওয়া যে হাত তালি
এইটুকু শিল্পীর বড় পাওনা,
চারিদিকে এত খুশি তবু কেন শিল্পীর
চোখে নেমে আসে জলে কেউ জানেনা]-২
নিজের হৃদয় উজাড় করে
সবাইকে আজ খুশি করে
জানি কিছু পাবো না
শিল্পী হলেও মানুষ আমি
তোমরা কি তা বোঝো না?
শুধুই নিজের কথা ভাবো
আমার কথা ভাবো না।
[তোমাদের হৃদয়েতে থাকবো যে চিরদিন
এই স্বপ্নই দেখে আজ আমার মন,
সেদিন নিরব হবে আমার এ গান গাওয়া
রাখবে কি মনে আর আমায় তখন?]-২
তাই শোনাতে চাই যে গান
যে গান ভরায় তোমাদের প্রাণ
এই তো মনের বাসনা
শিল্পী হলেও মানুষ আমি
তোমরা কি তা বোঝো না?
শুধুই নিজের কথা ভাবো
আমার কথা ভাবো না
শিল্পীরও যে জীবন আছে,
স্বপ্ন আছে,ব্যথা আছে
কেউ তা মনে রাখেনা
শিল্পী হলেও মানুষ আমি
তোমরা কি তা বোঝো না?
শুধুই নিজের কথা ভাবো
আমার কথা ভাবো না।