Shayamer Banshi Re Are Jwala Diona Radhare Lyrics | শ্যামের বাঁশিরে, আর জ্বালা দিওনা রাধারে

Shayamer Banshi Re Are Jwala Diona Radhare Lyrics

শ্যামের বাঁশিরে, আর জ্বালা দিওনা রাধারে

 

Shayamer Banshi Re Are Jwala Diona Radhare Lyrics

শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে, আর জ্বালা দিওনা রাধারে।।

আগে তো জানিনা তোমার, সূরে এতো জ্বালারে বাঁশির

সূরে এতো জ্বালা, (শ্যামের বাঁশিরে)।।

শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে, আর জ্বালা দিওনা রাধারে

আমি জানলে কি আর হইতাম পাগল, থাকিতাম একেলারে

বাঁশির নামটি মনো চুড়া, (শ্যামের বাঁশিরে)।।

যে হাটেতে থাকোরে বাঁশি, নামটি মনো চুড়ারে

আমি তাহার সনে প্রেম করিয়া, হইতাম বাড়ি ছাড়ারে

ভালোবাসার কি যে জ্বালা, সেতো আর জানেনা রে বাঁশি

শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে, আর জ্বালা দিওনা রাধারে

সেতো আর জানেনা, (শ্যামের বাঁশিরে)।।

শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে, আর জ্বালা দিওনা রাধারে

সে যে জানলে কি আর প্রাণ কৃষ্ণ রে, আর কান্দাইতো না রে।।

 

Are Jwala Diona Radhare Lyrics

শ্যামের বাঁশি, শ্যামের বাঁশিরে
আর জ্বালা দিও না রাধারে
শ্যামের বাঁশি, শ্যামের বাঁশিরে
আর জ্বালা দিও না রাধারে
আগে তো জানি না তোমার
সুরে এতো জ্বালারে বাঁশির
সুরে এতো জ্বালা, শ্যামের বাঁশিরে
আগে তো জানি না তোমার
আর জ্বালা দিও না রাধারে

সুরে এতো জ্বালারে বাঁশির
সুরে এতো জ্বালা
আমি জানলে কি আর হইতাম পাগল
থাকিতাম একেলা রে
জানলে কি আর হইতাম পাগল
থাকিতাম একেলা রে
শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে
আর জ্বালা দিও না রাধারে
শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে
আর জ্বালা দিও না রাধারে
যে হাটেতে থাকো রে বাঁশি
নামটি তার মনচূড়া রে বাঁশির
নামটি মনচূড়া, শ্যামের বাঁশিরে
যে হাঁটেতে থাকো রে বাঁশি
নাম তার মনচূড়া রে বাঁশির
নামটি মনচূড়া
আমি তাহার সনে প্রেম করিয়া
হইলাম বাড়িছাড়া রে
আমি তাহার সনে প্রেম করিয়া
হইলাম বাড়িছাড়া রে
শ্যামের বাঁশি শ্যামের বাঁশি রে
আর জ্বালা দিও না রাধারে
শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে
আর জ্বালা দিও না রাধারে
ভালোবাসার কি যে জ্বালা
সে তো আর জানে না রে বাঁশি
সে তো আর জানে না, শ্যামের বাঁশিরে
ভালোবাসার কি যে জ্বালা
সে তো আর জানে না রে বাঁশি
সে তো আর জানে না,
সে যে জানলে কি আর প্রান কৃষ্ণ রে
আর কান্দাই না রে
সে যে জানলে কি আর প্রান কৃষ্ণ রে
আর কান্দাই না রে
শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে
আর জ্বালা দিও না রাধারে
শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে
আর জ্বালা দিও না রাধারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *