Sabitri Roy Lyrics | সাবিত্রী রয় লিরিক্স | LRB | Ayub Bachchu | স্পর্শ

Sabitri Roy Lyrics

শিরোনামঃ সাবিত্রী রয়
কন্ঠঃ আইয়ুব বাচ্চু
ব্যান্ডঃ এল আর বি
অ্যালবামঃ স্পর্শ
লাল্লারালা লারালারালারালা
লাল্লারালা লারালারালা
বরাবরি আমি দূরন্ত খুব, ভীষণ বাধনহারা
আমার ভয়ে কাতর যেন, সেই বনগ্রামপাড়া
বাড়ির কারো শাসন বারন, মানতাম নাতো মোটে
বুকের ভেতর লাগামবিহীন বলগা হরিন ছোটে
কিশোর মনের ভাবনাগুলো আবেগ প্রবন এতো
হাজার রঙের স্বপ্ন বুনে প্রহর কেটে যেতো
লাল্লারালা লারালারালারালা
লাল্লারালা লারালারালা
হঠাৎ বুকের বাম দিকটাতে কিসের যেন মায়া
একটা পুতুল মায়ার পুতুল ফেললো সেখানে ছায়া
প্রতিমার মত চাঁদমুখ তাঁর, দুচোখে লাজুক সকাল
নুপুর পায়ে ভীরু চলন, হাসিতে সুর্য আড়াল
অস্থিরতার সবকটা ক্ষন দিলাম সঁপে তাকে
আমার ভেতর অন্য আমি, নিজেকে লুকিয়ে রাখে
প্রেম প্রেম সুখে বিভোর নয়ন
স্বপ্নে সে মুখ ভাসে
এতো কাছে পেয়েও পাই না তারে, যুদ্ধ জয়ের মাসে
লাল্লারালা লারালারালারালা
লাল্লারালা লারালারালা
আমি আর সে পাশাপাশি থাকি, পাশাপাশি ঘরবাড়ি
জানালায় বসে প্রতি সন্ধ্যাতে দীর্ঘশ্বাস ছাড়ি
চোখে চোখে হয় কথা বিনিময়, সাবিত্রী রয় নামে
গড়েছি বুকে তাজমহল এক, অবুঝ প্রেমের দামে
লাল্লারালা লারালারালারালা
লাল্লারালা লারালারালা
ক্লাস সেভেনের বইয়ে চোখ রেখে, তার খোলা জানালাতে
পড়বার ছলে সে আমার সাথে কথা বলে দিন রাতে
ভোর রাঙ্গা সেই সময়ের কাছে স্বর্গও নয় কিছু
এমন সময় সারা পাড়া যেন নিল দুজনের পিছু
সাবিত্রী আর আমার প্রেমের কান কথা যায় রটে
এর মাঝে ভাসে অন্য ছবি মাতৃভূমির পটে
সবকিছু হয়ে গেলো এলোমেলো, উত্তাল একাত্তরে
মাকে বাঁচাবার শপথ নিয়ে, ছেলে গেলো ঘর ছেড়ে
লাল্লারালা লারালারালারালা
লাল্লারালা লারালারালা
সেই অসময়ে সাবিত্রীও গেলো দেশ ছেড়ে কলকাতা
যোদ্ধাহত মন আমার কাঁদে, সজল চোখের পাটে
মাকে পেয়ে আমি হারাই তোমায়, সেই ঠিকানায় আছি
তোমাদের সেই বাড়িটাও আছে দৃষ্টির কাছাকাছি
লাল্লারালা লারালারালারালা
লাল্লারালা লারালারালা
সেই জানালাতে আজো খুজে ফিরি, হারানো সে প্রতিমাকে
তুমি কি এখনো কলকাতা আছো, নাকি অন্য বাকে?
কেমন হয়েছে সংসার তোমার, কেমন হয়েছো তুমি?
তোমার প্রেমের দাম দিয়ে কেনা আমার স্বদেশ ভুমি
আর যদি কোনো পুজা পার্বনে আসো তুমি এই দেশে
হারানো প্রেমের অর্ঘ্য নিও একবার কাছে এসে
তোমার অভাবে অস্থির আমি রয়ে গেছি আজো একা
এই শেষ কথা জানাবো তোমায় আর যদি হয় দেখা
লাল্লারালা লারালারালারালা
লাল্লারালা লারালারালা
লাল্লারালা লারালারালারালা
লাল্লারালা লারালারালা

Check Also

দিদিমণি | জেমস্ | Didimoni | Singer : James

দিদিমণি জেমস্ Song : Didimoni Singer : James Album Ami tomaderi lok এই দিদিমণি, দিদিমণি, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *