Rupkothar Jogote | রূপকথার জগতে | Someshwar Oli | Sajid Sarkar | Abanti Sithi | Network er baire song | Chorki

Song: Rupkothar Jogote
রূপকথার জগতে
Lyrics: Someshwar Oli
Composition: Sajid Sarkar
Singer: Abanti Sithi & Rehan Rasul
Reprise version: Shovon Roy
covered by Abanti Sithi

কিছু কথার পিঠে কথা

তুমি ছুঁয়ে দিলেই মুখরতা,

হাসি বিনিময় চোখে চোখে

মনে মনে রয় ব্যাকুলতা।

আমায় ডেকো একা বিকেলে,

কখনো কোনো ব্যথা পেলে।

আমায় রেখো প্রিয় প্রহরে,

যখনই মন কেমন করে।

কোনো এক রূপকথার জগতে,

তুমি তো এসেছো আমারই হতে।

কোনো এক রূপকথার জগতে,

তুমি চিরসাথী আমার জীবনের

এই পথে।

কোথা’ও ফুটেছে ফুল,

কোথাও ঝরেছে তারা।

কোথাও কিছু নেই

তোমার আমার গল্প ছাড়া।

তুমি আমার স্বপ্নসারথি,

জীবনে তুমি সেরা সত্যি।

তুমি আমার স্বপ্নসারথি,

জীবনে তুমি সেরা সত্যি।

কোনো এক রূপকথার জগতে,

তুমি তো এসেছো আমারই হতে।

কোনো এক রূপকথার জগতে,

তুমি চিরসাথী আমার জীবনের

এই পথে।

সময় ফুরিয়ে যাক

প্রেমের কবিতা পড়ে,

ছড়াও কিছু সুখ

যখন তোমার ইচ্ছে করে।

তুমি আমার গল্প জোনাকি,

তোমারই আশায় আশায় থাকি।

তুমি আমার গল্প জোনাকি,

তোমারই আশায় আশায় থাকি।

কোনো এক রূপকথার জগতে,

তুমি তো এসেছো আমারই হতে।

কোনো এক রূপকথার জগতে,

তুমি চিরসাথী আমার জীবনের

এই পথে।

Check Also

a logo for keylyrics.com

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics | Hay Re Manush Rangin Fanush Lyrics

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics Hay Re Manush Rangin Fanush Lyrics হায়রে মানুষ রঙিন ফানুসHay …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *