রূপে বর্ণে ছন্দে আলোকে
Rupe Barne Chande Aloke (1940)
কথা: কবি নিশিকান্ত রায় চৌধুরী
সুর: দিলীপকুমার রায়
কণ্ঠ: উমা বসু (হাসি)
Rupe Barne Chande Aloke Lyrics
[রূপে বর্ণে ছন্দে আলোকে আনন্দে
কে এলে গো মেলে পাখা? (ওগো)]-২
শ্যামল বসন্ত বীথি বিছানো গন্ধ গীতি
দিগন্তে শৈল আঁকা আকাশে হাসে রাকা
রাকা রাকা রাকা হাসে রাকা
রূপে বর্ণে ছন্দে আহা! রূপে বর্ণে ছন্দে
মরি! রূপে বর্ণে ছন্দে।
দু’ ধারে তালে তালে
সুর সুন্দরী কে ঢালে
[রাগমালা ! দোলে শাখা]-২
মিটালে কে পিপাসা
[জাগালে ভালোবাসা]-২
কে মিটালে কে পিপাসা
জাগালে ভালোবাসা
[অনন্ত স্বপ্ন মাখা]-২
আকাশে হাসে রাকা
রাকা রাকা রাকা হাসে রাকা
রূপে বর্ণে ছন্দে আহা! রূপে বর্ণে ছন্দে
মরি! রূপে বর্ণে ছন্দে।
সুরে সুরে সুরে ফুলে ফুলে ফুলে
রূপে বর্ণে ছন্দে
তালে তালে তালে দুলে দুলে দুলে
আলোকে আনন্দে
ফুলে ফুলে ফুলে এলে দুলে দুলে দুলে
[এলে কে মেলে পাখা]-২
মেলে পাখা মেলে পাখা
রূপে বর্ণে ছন্দে আলোকে আনন্দে
কে এলে গো মেলে পাখা?
মেলে পাখা মেলে পাখা মেলে পাখা
মেলে পাখা মেলে পাখা পাখা পাখা
রূপে বর্ণে ছন্দে আহা! রূপে বর্ণে ছন্দ
মরি! রূপে বর্ণে ছন্দে।