Rupam Islam Biography in Bengali | রূপম ইসলামের জীবনী

Rupam Islam Biography in Bengali

“খোঁড়ো আমার ফসিলস, অনুভূতির মিছিল।

প্রতিক্রিয়াশীল, কোনো বিপ্লবে –

শোনো তুমি কী আমার হবে?

বলো তুমি কী আমার?”

 

এই লাইনটা শুনে কি মনে পড়ছে কালো শার্ট আর জিন্স মাথায় কোচকানো বড় চুল ছেলেটার কথা? মনে পড়ছে কি রূপম ঈসলামের কথা? কতটুকু জানেন তাঁকে কতটুকু চেনেন তাঁকে? আসুন একটু চিনে নিন, একটু জেনে নিন ফসিল এর রুপম ঈসলাম কে।

 

রূপম ইসলামের জীবনী
জন্ম: ২৫ জানুয়ারী, ১৯৭৪(শুক্রবার)
জন্মস্থান: কলকাতা, পশ্চিমবঙ্গ
বয়স: ৪৮ (২০২২ অনুযায়ী)
পিতা: নুরুল ঈসলাম
মাতা: ছন্দ্রিতা ঈসলাম
পড়াশোনা: আশুতোষ কলেজ (ইংরেজীতে স্নাতক), কলকাতা বিশ্ববিদ‍্যালয় বি এড
পেশা: গীতিকার , সুরকার, গায়ক, লেখক
দাম্পত‍্য সঙ্গী: রুপসা দাসগুপ্ত
সন্তান: রূপ আরোহণ প্রমিথিউস।
প্রিয় লেখক: সত্যজিৎ রায়, হুমায়ুন আহমেদ এবং সুনীল গঙ্গোপাধ্যায়

জন্ম – Rupam Islam Birthday
১৯৭৪ সালের ২৫ শে জানুয়ারী কলকাতায় জন্মগ্রহণ করেন রূপম ঈসলাম।

 

পিতা ও মাতা – Rupam Islam Family Background
রুপম ঈসলামের পিতা নুরুল ঈসলাম, মাতা ছন্দ্রিতা ঈসলাম। তাঁর মা বাবাও ছিলেন সঙ্গীতের অনুরাগী‌। তাঁদের একটি সংগীতের দল ছিল, ঝংকার শিল্পী গোষ্ঠি নামে।

 

 

পড়াশোনা – Study
কলকাতা বিশ্ববিদ‍্যালয়ের আশুতোষ কলেজ থেকে ইংরেজীতে স্নাতক হন। এরপর কলকাতা বিশ্ববিদ‍্যালয় থেকে বিএড করেন।

 

 

কর্মজীবন ও সংগীত জীবনে প্রবেশ – Musical Journey of Rupam Islam
মাত্র ৪ বছর বয়সে তাঁর মা – বাবার তৈরি করা দল, ঝংকার গোষ্টিতে প্রথম গান করেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ৪ বছর।

 

১৯৯৫ সালের ১ অগস্ট টাকি বয়েজ স্কুলে শিক্ষকতা শুরু করেন। এই শিক্ষকতার পাশাপাশি চলছিল গানও। রিদিম’, ‘রিদমিক’, ‘হরিদাসের ডানা’ এবং ‘দূরের গাংচিল’ এইসব ব‍্যান্ডের সাথে যুক্ত থেকে গান বাজনা করেছেন। তবে এই ব‍্যান্ড গুলো চিরস্থায়ী হয়নি। ১৯৯৮।এ তাঁর প্রথম অ্যালবাম ‘তোর ভরসাতে’ প্রকাশ পায়। এটা অতটাও জনপ্রিয় হয়নি। তাই পরবর্তীকালে অর্থাৎ ২০০৩ সালে ‘নীল রং ছিল ভীষণ প্রিয়’ নামে অ্যালবামটি নতুন ভাবে প্রকাশিত হয়। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এই একই বছরে তৈরি করেন ফসিলস্। আশা অডিও থেকে ২০০২ সালে তাঁদের প্রথম অ্যালবাম প্রকাশ পায়।

 

এছাড়াও তিনি গান গেয়েছেন ওয়েব সিরেজে। যার মধ‍্যে হল, জাজমেন্ট ডে (২০২০), ফেলুদা ফেরত (২০২০)।

 

রুপম ঈসলাম হলেন রকের বাজিকর। তাঁর সমস্ত রক গান বেশ সমাদৃত যুব সমাজে‌। তাঁর বিখ‍্যাত রক গান হল, আমি তোমায় ভালোবাসি , বিভাজন, ফিসফাস যুগে।

 

তিনি লিখেছেন উপন‍্যাস‌। উপন‍্যাস গুলি হল, এপিটাফ (২০০৯), রূপম অন দ্য রক্‌স (২০১২), এই তো আমি(২০১৪), রক্‌স্টার (২০১৭), বিশ্বরূপম (২০১৭)।

 

 

ফসিলস্ নিয়ে কিছু কথা – About Fossils Band
ফসিলস্ এর অনুপ্রেরণা বাংলাদেশের রক ঘরানা‌। বাংলাদেশের ব‍্যান্ড গুলোর উপর অনুপ্রাণিত হয়ে রূপম ঈসলাম তৈরি করেন ফসিলস্।

 

 

ব‍্যক্তিগত জীবন – Personal Life
২০০০ সালে তাঁর পরিচয় হয় রূপসা দাশগুপ্তের সাথে। রূপসা ছিলেন ফসিলস্ এর ব‍্যবস্থাপনার দায়িত্বে। এরপ‍র থেকেই শুরু হয় তাদের মধ‍্যে বন্ধুত্ব, তারপরে শুরু হয় প্রেম। তারপরে আবদ্ধ হন বিবাহ বন্ধনে‌ । ২০০৭ সালের ২১ অক্টোবর বিবাহ হয়। ২০১০ সালের ১২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তাদের সন্তান রূপ আরোহণ প্রমিথিউস।

 

রূপমের স্টাইল – Rupam’s Style
রূপম মানেই উসকো-খুসকো চুল, কালো শার্ট কিংবা টিশার্ট, কিংবা কুর্তা, আর জিন্স‌ । গলায় কালো কার দিয়ে ঝোলানো হাতির দাঁতের লকেট। এই লকেট টা গিফ্ট করেছিল তাঁর স্ত্রী । আট-নয় বছর ধরে এই লকেট টা পড়ে আছেন। তাঁর হাতে রয়েছে একটি ঘড়ি। ঘড়ির ব্র‍্যান্ডের নাম, ‘নট সাইলেন্ট, নট ভায়োলেন্ট’৷

 

পুরষ্কার ও সম্মাননা – Rupam Islam Awards List
‘মহানগর অ্যাট কলকাতা’ চলচ্চিত্রের জন‍্য পান জাতীয় চলচ্চিত্র পুরষ্কার।

 

বিখ‍্যাত অ্যালবাম – Rupam Islam All Hit Albums

তোর ভরসাতে (১৯৯৮)
নীল রং ছিল ভীষণ প্রিয় (তোর ভরসাতে পুনঃপ্রকাশিত -২০০৩)
ন হন্যতে (২০১০)
নিষ্ক্রমণ (২০১১)
প্রেরণা (২০১৪)
নতুন নিয়ম (২০১৭)
আমি (২০২০)

জনপ্রিয় গান – Rupam Islam Most Popular Songs

বেঁচে থাকার গান (২০১০)
এই শ্রাবণ(২০১১)
ফিরিয়ে দেওয়ার গান।
আমি তোমায় ভালোবাসি ১(২০১৮)
আমি তোমায় ভালোবাসি ২(২০১৮)
রুনানুবন্ধ(২০১৮)
স্তর(২০১৯)
দগদগে ইতিহাসের ঘা(২০২০)
বিভাজন (২০২০)
জাগো উমা
ঈশ্বর (২০২০)
ফিসফাস যুগে (২০২১)

জনপ্রিয় অ্যালবাম

ফসিল্‌স (২০০২)
ফসিল্‌স ২ (২০০৪)
মিশন এফ (২০০৬)
অপদার্থ(২০০৭)
রূপম এন বাম্পি (২০০৭)
ফসিল্‌স ৩(২০০৯)
লাস্ট কাউন্টার(২০১৩)
ফসিল্‌স ৪(২০১৪)
ভুলে যাই পুরনো সে দিন(২০১৭)
ফসিল্‌স ৫ (২০১৭)
গানের জন্ম(২০১৮)
অ্যাডভেঞ্চার(২০১৮)
ফসিল্‌স ৬(২০১৯)

 

রূপম ইসলামের অজানা তথ্য – Lesser-known Facts About Rupam Islam
রূপম ইসলামের প্রথম গান মাত্র ৪ বছর বয়সে।
রূপম ইসলাম ছিলেন টাকি বয়েজ স্কুলের ইংরেজি শিক্ষক।
২০০৭ সালের ২১ অক্টোবর রুপসা দাশগুপ্ত কে বিয়ে করেন।
রূপমের ছেলের নাম রূপ আরোহণ প্রমিথিউস।
রূপমের গলায় রয়েছে হাতির দাঁতের লকেট।
তিনি মহানগর অ্যাট কলকাতা চলচ্চিত্রের জন‍্য পান জাতীয় চলচ্চিত্র পুরষ্কার

Rupam Islam FAQs – প্রশ্নোত্তর

প্রশ্নঃ রূপম ইসলাম কে?
উত্তরঃ রূপম ইসলাম হলেন একজন ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী, অভিনেতা, গীতিকার ও সঙ্গীত সুরকার যিনি জনপ্রিয় বাংলা ব্যান্ড ফসিলস্ এর মূল কণ্ঠশিল্পী।

প্রশ্নঃ রূপম ইসলামের স্ত্রীর নাম কি?
উত্তরঃ রূপসা দাসগুপ্ত

প্রশ্নঃ রূপম ইসলামের জন্মদিন কবে?
উত্তরঃ ২৫ জানুয়ারি, ১৯৭৪

প্রশ্নঃ রূপম ইসলামের বয়স কত?
উত্তরঃ ৪৮ বছর (২০২২ সাল অনুযায়ী)

প্রশ্নঃ রূপম ইসলামের সন্তানের নাম কি?
উত্তরঃ রূপ আরোহন প্রমিথিউস

প্রশ্নঃ রূপম ইসলামের ক্যারিয়ার কবে শুরু হয়?
উত্তরঃ ১৯৯৮ সালে

প্রশ্নঃ রূপম ইসলাম কি ধরনের গান তৈরী করেন?
উত্তরঃ বাংলা রক গান, বাংলা আধুনিক গান

প্রশ্নঃ রূপম ইসলামের প্রথম এলবামের নাম কি?
উত্তরঃ তোর ভরসাতে (১৯৯৮), যেটি পুনরায় রিলিজ করা হয় নীল রং ছিল ভীষণ প্রিয় (২০০৩) নামে।

প্রশ্নঃ রূপম ইসলামের লেখা প্রথম বই এর নাম কি ?
উত্তরঃ প্রথম – এপিটাফ (২০০৬), এছাড়াও রূপম অন দ্যা রকস, এই তো আমি, রকস্টার, বিশ্বরূপম বইগুলি লিখেছেন।

প্রশ্নঃ রূপম ইসলাম কোন কলেজে পড়েছেন?
উত্তরঃ আশুতোষ কলেজ, কোলকাতা

প্রশ্নঃ রূপম ইসলামের ফসিলস ব্যান্ড কবে শুরু হয়েছিল?
উত্তরঃ ১৯৯৮ সালে

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *