রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর Lyrics
Rup Lagi Ankhi Jhure Gune Mon Vor Lyrics
রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর
Rup Lagi Ankhi Jhure Gune Mon Vor
পদাবলি কীর্তন
প্রেমতন্ময়ী রাধা
পদকর্তা: জ্ঞানদাস
কণ্ঠ: সুমন রাহাত
রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর Lyrics
রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর
প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর
হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে
পরাণ পিরিতি লাগি থির নাহি বাঁধে।
[সই,কি আর বলিব]-২
যে পণ কর্যাছি মনে সেই সে করিব
(সই,কি আর বলিব)-২
[রূপ দেখি হিয়ার আরতি নাহি টুটে
বল কি বলিতে পারি যত মনে উঠে]-২
দেখিতে যে সুখ উঠে কি বলিব তা
দরশ পরশ লাগি আউলাইছে গা।
(সই,কি আর বলিব)-২
[হাসিতে খসিয়া পড়ে কত মধু-ধার
লহুলহু হাসে পহুঁ পিরীতির সার]-২
[গুরু-গরবিত-মাঝে রহি সখী-সঙ্গে
পুলকে পূরয়ে তনু শ্যাম-পরসঙ্গে]-২
(সই,কি আর বলিব)-২
[পুলক ঢাকিতে করি কত পরকার
নয়নের ধারা মোর বহে অনিবার]-২
[ঘরের যতেক সবে করে কানাকানি
জ্ঞান কহে লাজ-ঘরে ভেজাই আগুনি]-২
(সই,কি আর বলিব)-২