Rosik Je Jon Prem Joare Roser Tori Bay Lyrics | রসিক যে জন Lyrics

রসিক যে জন Lyrics
Rosik Je Jon Prem Joare Roser Tori Bay Lyrics
শিরোনামঃ রসিক যে জন
শিল্পীঃ গোসাঁই বনমালী
অ্যালবামঃ নয়ন জলের গান
ব্যান্ডঃ নয়ন জলের গান

Rosik Je Jon Prem Joare Roser Tori Bay Lyrics

রসিক যে জন প্রেম
জোয়ারে রসের তরী বায়,
তারা জোয়ার ভাটার খবর লইয়া
সন্ধানে তরী চালায় ।।
প্রেম তলা হয় প্রেমের ছানা….
লোভী পাপী যাইতে মানা
সাধু ভাইরা বাইয়া যাও,
ও যার নিতাইগঞ্জে দালান ভরা,
সহজ প্রেমে বোঝাই করা
ঠেকি শেষে দায়,
ও সে হাটতে হাটতে এই বেলাতে
প্রেমের হাটে পৌঁছে যায়,
রসিক যে জন প্রেম
জোয়ারে রসের তরী বায় ।।
গোসাঁই বনমালী বলে
মাঝির সনে প্রণয় হইলে তবে পাওয়া যায়,
তখন মহাজনের ষোলআনা,
ঠেকাবি নিকাশের দায়,
রসিক যে জন প্রেম
জোয়ারে রসের তরী বায় ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *