Rongeela Lyrics Shada Moyla Lyrics | Dalchhut | সাদা ময়লা রঙিলা পালে

Rongeela Lyrics
Shada Moyla Lyrics
Dalchhut
সাদা ময়লা রঙিলা পালে

Rongeela is known as Shada Moyla to everyone. It is a folk-tuned original song of Dalchhut. Rongeela was released in 1996. This concert was organized by Daily Prothom Alo on 18th December 2020.

Song-Rongeela (2020)
Singer- Bappa Mazumder
Lyrics-Mostafa Zaman
Tune- Sanjeeb Choudhury
Album- Aah…1996
Band- Dalchhut
Label- Bee Emmz Workstation

সাদা ময়লা রঙ্গিলা পালে
আউলা বাতাস খেলে
সাদা ময়লা রঙ্গিলা পালে
আউলা বাতাস খেলে
আর কাদায় ভরা মনের মধ্যে
জলের সন্তরণ
শুধুই জলের সন্তরণ
সদ্য ফোঁটা কুঁড়ির মধ্যে
ভ্রমরে গান তোলে
সদ্য ফোঁটা কুঁড়ির মধ্যে
ভ্রমরে গান তোলে
আর কামে ভরা দেহের মধ্যে
জলের সন্তরণ
শুধুই জলের সন্তরণ
সাদা ময়লা রঙ্গিলা পালে
হাজা মজা এক পুকুর তার
ভিতরে শিং মাছ
জংলা ভরা খেতের ভিতর
গরম দেহের আঁচ
নির্বিবাদে নারীর সঙ্গে
মিললো যখন নর
পাল উড়াইয়া নৌকা গেল
বাতাসে সরসর
কালো জলের নোংরা সবই
মিলায় যে নির্ভুল
শাস্ত্রে তবু সব কলমই
ঝরায় কালো ফুল
জীবন শাস্ত্রে মন্ত্র তুলে
ভ্রমর গুঞ্জন
জীবন ফুলে থাকে যদি
সাদায় ভরে মন
গায়ের ময়লা রঙ্গিলা জামায়
অতি গন্ধ গোলাপ
গায়ের ময়লা রঙ্গিলা জামায়
অতি গন্ধ গোলাপ
আর, আর বেনিয়ার ময়লা মনে
হাতির সন্তরণ
শুধুই হাতির সন্তরণ
ধনীর আহার কারো পেটে
গন্ধ ভরা জোলাপ
ধনীর আহার কারো পেটে
গন্ধ ভরা জোলাপ
আর বাসি ভাতে পান্তা দিলে
মনের সন্তরণ
শুধুই মনের সন্তরণ
সাদা ময়লা রঙিলা পালে
মাটির সাবান খাঁটি যে তার
ভিতরে সোডিয়াম
প্যাকেট ভরা সাবান জুড়ে
গন্ধ ভরা দাম
ট্যাপের জলে যায় না কোনো
দেহেরই সন্তাপ
নদীর জলই ধুয়ে দিলো
দেহের যত পাপ
শাস্ত্রে লেখা সব নদী যে
চলে সরল বায়ে
জীবন নদী আঁকাবাঁকা
তার ভিতরে নায়ে
নর-নারীর হাঁড়ি-পাতিলে
ধোঁয়ারই সংসার
মিলন কি হয় সাগরে
শেষে আরেকবার
সাদা ময়লা রঙিলা পালে
আউলা বাতাস খেলে
আরে, সাদা ময়লা রঙিলা পালে
আউলা বাতাস খেলে
আর কাদায় ভরা মনের মধ্যে
জলের সন্তরণ
শুধুই জলের সন্তরণ
সাদা ময়লা রঙিলা পালে

Rongeela Lyrics in Bangla

Shada Moyla Lyrics in Bangla

সাদা ময়লা রঙিলা পালে আউলা বাতাস খেলে
আর কাদায় ভরা মনের মধ্যে জলের সন্তরন (শুধুই)
সদ্য ফোটা কুড়ির মধ্যে ভ্রমরে গান তোলে
আর কামে ভরা দেহের মধ্যে জলের সন্তরন (শুধুই)।।
হাঁজা মজা এক পুকুর তার ভিতরে শিং মাছ
জংলা ভরা ক্ষেতের ভিতর গরম দেহের আঁচ
নির্বিবাদে নারীর সঙ্গে মিললো যখন নর
পাল উড়াইয়া নৌকা গেলো বাতাসে সর সর
কালো জলের নোংরা সবই মিলায় যে নির্ভুল
শাস্ত্রে তবু সব কলমই ঝরায় কালো ভুল
জীবন শাস্ত্রে মন্ত্র তোলে ভ্রমর গুঞ্জন
জীবন ফুলে থাকে যদি সাদায় ভরে মন
গায়ের ময়লা রঙিলা জামায় পুঁতি গন্ধ গোলাপ
আর আর্বেলিয়ার ময়লা মনে হাতির সন্তরন (শুধুই)
ধনীর আহার কারো পেটে গন্ধ ভরা জোলাপ
আর বাসী ভাতে পান্তা দিলে মনের সন্তরন (শুধুই)
মাটির সাবান খাঁটি যে তার ভিতর সোডিয়াম
প্যাকেট ভরা সাবান জুড়ে গন্ধ ভরা দাম
ট্যাপের জলে যায় না কোন দেহেরই সন্তাপ
নদীর জলই ধুয়ে দিলো দেহের যত পাপ
শাস্ত্রে লেখা সব নদী যে চলে সরল বায়ে
জীবন নদী আঁকাবাঁকা তার ভিতরে নায়ে
নর নারীর হাড়ি পাতিলে ধোঁয়ার সংসার
মিলন কি হয় সাগরে শেষে আরেকবার
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *