Raat Pohalo Sakal Holo Lyrics | রাত পোহালো সকাল হলো

Raat Pohalo Sakal Holo Lyrics
রাত পোহালো সকাল হলো
ছায়াছবি: বিষ্ণু নারায়ণ (১৯৯৮)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: বাপী লাহিড়ী
কণ্ঠ: কুমার শানু

Raat Pohalo Sakal Holo Lyrics

[রাত পোহালো সকাল হলো
খুললো ‘আঁধার-বন্ধ-দ্বার’]-২
আমার এ দিন কী যে হলো না
রইলো শুধু,রাতের চেয়েও অন্ধকার
রাত পোহালো সকাল হলো
খুললো ‘আঁধার-বন্ধ-দ্বার’।
[আলোর খেলা আকাশে
ফুলেরই গন্ধ বাতাসে]-২
ফুটলো না তো আমারই ফুল
শুকিয়ে গেলো পাপড়িটা পাপড়িটা
রাত পোহালো সকাল হলো
খুললো ‘আঁধার-বন্ধ-দ্বার’।
[সবাই হাসে সুখেতে
দুঃখ আমার বুকেতে]-২
কেন যে আজ পড়ল ঝরে
আমার সাধের স্বপ্ন হায় স্বপ্ন হায়
রাত পোহালো সকাল হলো
খুললো ‘আঁধার-বন্ধ-দ্বার’
আমার এ দিন কী যে হলো না
রইলো শুধু,রাতের চেয়েও অন্ধকার।
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *