Probhate Uthiya Koho Kali Kali Lyrics | প্রভাতে উঠিয়া কহ কালী কালী

Probhate Uthiya Koho Kali Kali Lyrics

প্রভাতে উঠিয়া কহ কালী কালী

Probhate Uthiya Koho Kali Kali Lyrics

প্রভাতে উঠিয়া কহ কালী কালী,
চিত্ত শুদ্ধ করো জবা তুলি।

 

আনন্দে আনো তুলি বিল্বপত্র
রক্তচন্দনে মন পরিমিশ্রিত,
প্রেম-অনুরাগে ভরি দুটি নেত্র
মায়ের চরণ পূজি হেলি দুলি,
ও মন, দুলি দুলি।

 

অলস ত্যাজিয়া ওরে জপ কালীনাম
অন্তিমে মাতৃপদে লভিতে বিশ্রাম,
ভবা পাগলা কহে শিব-শিব রাম
অবিদ্যা দূরে যাবে, দেরে করতালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *